Dino Morea

প্রথম বৃষ্টিতেই জলমগ্ন মুম্বই, মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে পুলিশ ডাকল ডিনো মোরিয়াকে

হাতে তেমন ছবির কাজ নেই একদা নামী মডেল ও অভিনেতা ডিনো মোরিয়ার। এ বার তাঁর নাম জড়াল কোন কেলেঙ্কারিতে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৪:২৯
Share:

জলমগ্ন মুম্বই। পুলিশ ডাকল ডিনোকে। গ্রাফিক-আনন্দবাজার ডট কম।

অভিনেতা ডিনো মোরিয়াকে তলব করল মুম্বই পুলিশ। প্রায় ৬৫ কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মডেল-অভিনেতার। জানা গিয়েছে, মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির ঘটনায় ডিনোকে তলব করেছে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। পুলিশ সূত্রে খবর, এই মামলায় ৬৫ কোটি টাকারও বেশি অর্থের নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

কিন্তু কী এই মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি?

জানা গিয়েছে, মিঠি মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী। মুম্বইয়ের বন্যা প্রতিরোধের লক্ষ্যে এই নদীখাত পরিষ্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিল প্রশাসন। সেখানেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র, জাল নথি পেশের মতো গরমিল ইত্যাদি। তারই পাশাপাশি রয়েছে তহবিল তছরুপের অভিযোগও। অর্থাৎ, নদীর পলি অপসারণের জন্য যে অর্থ প্রদান করা হয়েছে, তা কখনও খরচই করা হয়নি। তদন্তে জানা গিয়েছে, ঠিকাদাররা ভুয়ো স্লিপ এবং লগবুক জমা দিয়ে টাকা নয়ছয় করেছে। পাশাপাশি, প্রায় ৩ কোটি টাকার যন্ত্রপাতিও অতিরিক্ত দরে ভাড়া করা হয়েছিল বলে জানা গিয়েছে।

Advertisement

মিঠি নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই কেলেঙ্কারির ফলে সরকারি তহবিলে বিশাল ক্ষতি হয়েছে যেমন, তেমনই মুম্বইয়ের মতো শহরে আসন্ন বর্ষার প্রস্তুতিও বিশ বাঁও জলে। মিঠি নদীর নিচু এলাকায় বৃষ্টির জল নিষ্কাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যয়সাপেক্ষ কাজ।

কিন্তু এই দুর্নীতির সঙ্গে কী ভাবে অভিনেতা যুক্ত ছিলেন তা এখনও প্রকাশ্যে আসেনি। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থেই ডাকা হয়েছে ডিনোকে।

সোমবার সকাল থেকেই মুম্বই রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বিপর্যস্ত। জানা গিয়েছে, মাত্র এক ঘণ্টায় নরিমন পয়েন্টে প্রায় ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুরলা, সায়ন, দাদর, ও পরেল-সহ একাধিক এলাকার নিচু অঞ্চলগুলি জলমগ্ন হয়ে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement