Celebrity Health Updates

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে অভিনেতা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন তিনি?

বাবার শারীরিক অসুস্থতা নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন কন্যা চূর্ণী গঙ্গোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯
Share:

অধ্বেন্দু বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে দেখতে গেলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন পরিচালক-অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের বাবা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়। অর্ধেন্দুও অভিনয় দুনিয়ায় খ্যাতনামী। ‘অপুর পাঁচালী’, ‘খাদ’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। আনন্দবাজার অনলাইনকে চূর্ণী জানিয়েছেন, দিন তিনেক আগে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় বর্ষীয়ান অভিনেতার। প্রাথমিক ভাবে বাড়িতেই অক্সিজেন দেওয়া হয়েছিল। কিন্তু তাতে অক্সিজেনের মাত্রা পর্যাপ্ত না হওয়ায় তাঁকে ভর্তি করানো হয় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। চূর্ণী জানিয়েছেন, রবিবার তিনি অনেকটাই স্থিতিশীল।

Advertisement

করোনা অতিমারির সময় চূর্ণীর মা এবং বাবা দু’জনেই অসুস্থ হয়ে পড়েছিলেন। অতিমারি কেড়ে নিয়েছে তাঁর মাকে। অর্ধেন্দুবাবু দু’বার আক্রান্ত হয়েছিলেন। পরিচালক-অভিনেত্রীর কথায়, “এর পর থেকে মাঝে মাঝেই শ্বাসকষ্টের সমস্যা ভোগাচ্ছে বাবাকে। ফুসফুসে সংক্রমণ হচ্ছে বারবার। এই সমস্যা গত বছরেও হয়েছিল। তখনও হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল।” এ বারেও একই সমস্যা তাঁর।

তবে এই মুহূর্তে সঙ্কটমুক্ত তিনি। চূর্ণীর কথায়, “চিকিৎসকেরা জানিয়েছেন, এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন বাবা। নিয়মিত অক্সিজেন দিতে হচ্ছে না। তবে এখনই হাসপাতাল ছেড়ে দেওয়া হবে না। আরও দিন চারেক পর্যবেক্ষণে থাকবেন। তার পর চিকিৎসকেরা ঠিক করবেন, কবে ছাড়া হবে তাঁকে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement