Rukmini Maitra

হাতে স্যালাইনের চ্যানেল! হাসপাতালে ভর্তি রয়েছেন রুক্মিণী, অভিনেত্রীর কী হয়েছে?

রুক্মিণী মৈত্র হাসপাতালে চিকিৎসাধীন। পরিচালক রামকমল মুখোপাধ্যায়-সহ অনুরাগীরা সমাজমাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫১
Share:

(বাঁ দিকে) সমাজমাধ্যমে রুক্মিণীর পোস্ট। অভিনেত্রী রুক্মিণী মৈত্র (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী রুক্মিণী মৈত্র অসুস্থ। তাঁকে শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কেমন আছেন অভিনেত্রী। নিজের অসুস্থতার খবর জানাতে, সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় তাঁর হাত। চলছে স্যালাইন। সঙ্গে ছবিতে রুক্মিণী লিখেছেন, ‘‘হাল ছাড়ছি না। লড়াই করছি।’’ কিন্তু কী হয়েছে অভিনেত্রীর?

Advertisement

সম্প্রতি ‘খাদান’ ছবির ৫০ দিনে সাফল্য উদ্‌যাপনে এক অনুষ্ঠানের আয়োজন করেন দেব। উপস্থিত ছিলেন রুক্মিণী। তবে সে দিন অনুষ্ঠানে কিছুটা দেরি করেই পৌঁছন অভিনেত্রী। সে সময়ই তিনি জ্বরে ভুগছিলেন। শনিবার রাতে অভিনেত্রী সমাজমাধ্যমে তাঁর শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করেন।

সূত্রের খবর, শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে তিনি এখন অনেকটাই স্থিতিশীল। রুক্মিণীর ছবিটি পোস্ট করে সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। অভিনেত্রীর সাম্প্রতিক ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির পরিচালক রামকমল। তিনি লেখেন, ‘‘রুক্মিণী তুমি এক জন যোদ্ধা। আমাদের ছবির সংলাপটা মনে আছে, ‘এই জেদটা কোনও দিন ছাড়িস নে’।’’ রুক্মিণী আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, জ্বরের কারণেই আরও দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।

Advertisement

রুক্মিণীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। অনেকেই সমাজমাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement