Kinjal Nanda Becomes Father

আরজি কর আন্দোলনের মুখ কিঞ্জল নন্দর ঘরে এল কন্যাসন্তান, কেমন আছে মেয়ে ও মা?

কতটা খুশি চিকিৎসক-অভিনেতা? বর্তমান পরিস্থিতি কি তাঁর মনে উদ্বেগের জন্ম দিচ্ছে? আনন্দবাজার ডট কমের কাছে জানালেন সে কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১১:৩৭
Share:

দ্বিতীয় বার কন্যাসন্তানের পিতা কিঞ্জল নন্দ। ছবি: ফেসবুক।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রায় এক বছর পেরোতে চলল। গত বছরের ৯ অগস্ট তাঁর মৃতদেহ উদ্ধার হয় হাসপাতালের ভিতর থেকেই। তার পরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলকাতা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে মুখ হয়ে উঠেছিলেন আরজি কর হাসপাতালের ছাত্র-চিকিৎসক এবং অভিনেতা কিঞ্জল নন্দ। ৭ অগস্ট, বৃহস্পতিবার তাঁর ঘরে এল কন্যাসন্তান। দ্বিতীয় বার বাবা হলেন তিনি। অভিনেতা খুশির খবর নিজেই ভাগ করে নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই উল্লসিত হয়ে বললেন, “আমি খুব খুশি। মা-মেয়েকে দেখে এলাম। ভাল আছে ওরা।” বাবা হিসাবে দায়িত্ব আরও বেড়ে গেল, দ্বিতীয় বার বাবা হয়ে উপলব্ধি তাঁর। এর আগেও এক কন্যাসন্তান রয়েছে তাঁর ঘরে। দুই সন্তানকে সমান যত্নে মানুষ করতে হবে, আপাতত এটাই তাঁর লক্ষ্য।

২০২৪-এর ৯ অগস্ট এক অমানবিক ঘটনার সাক্ষী হয়েছিল আনন্দ-শহর কলকাতা। সেই ঘটনার এক বছর পেরোতে চলল। বর্তমান পরিস্থিতি কি কিঞ্জলের মনে উদ্বেগের জন্ম দিচ্ছে? ‘হুল’ ছায়াছবির অন্যতম নায়ক জানিয়েছেন, দ্বিতীয় বার কন্যাসন্তানের বাবা হয়ে তিনি গর্বিত। পাশাপাশি এ-ও জানিয়েছেন, যে কোনও মেয়ের বাবার কাছেই বর্তমান পরিস্থিতি উদ্বেগের। সেই তালিকায় তিনিও আছেন। তা বলে সেই ভয়কে আঁকড়ে ধরে নেই কিঞ্জল। দুই মেয়ে বড় হলে তাঁদের আত্মরক্ষার পাঠ পড়াবেন, সে কথা জানাতেও ভোলেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement