Tollywood

ঋদ্ধিমা একদম পাগল! আমার সঙ্গে ১০টা বছর কাটিয়ে দিল: গৌরব

সবাই জানেন, পায়ের তলায় সর্ষে ছড়ানো গৌরব-ঋদ্ধিমার। তাই প্রতি বছর বিবাহ বার্ষিকী তাঁরা পালন করেন দেশ-বিদেশের কোনও না কোনও দর্শনীয় স্থানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ১৪:৪০
Share:

রোম্যান্টিক পরিবেশে স্ত্রী ঋদ্ধিমা ঘোষকে নিয়ে গৌরব চক্রবর্তী। —নিজস্ব চিত্র।

ওঁরা এখন নৈনিতালে। যেখানে তাপমাত্রা হিমাঙ্কের আশপাশে। এমন রোম্যান্টিক পরিবেশে গৌরব চক্রবর্তী স্ত্রী ঋদ্ধিমা ঘোষকে নিয়ে একান্তে আগাম উদযাপনে ব্যস্ত ৩ বছরের বিবাহ বার্ষিকী, ৭ বছরের সম্পর্কের।

Advertisement

সবাই জানেন, পায়ের তলায় সর্ষে ছড়ানো গৌরব-ঋদ্ধিমার। তাই প্রতি বছর বিবাহ বার্ষিকী তাঁরা পালন করেন দেশ-বিদেশের কোনও না কোনও দর্শনীয় স্থানে। গত বছরেই যেমন তাঁরা ছিলেন মিশরে। এ বছর করবেট ন্যাশনাল পার্কে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গৌরব আগাম শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধিমাকে।

কী লিখেছেন ক্যাপশনে? গৌরব ঋণী ঋদ্ধিমার কাছে। ১০ বছর তাঁর সঙ্গে কাটিয়ে দেওয়ার জন্য, ‘‘এই পাগলিকে কী বলি! আমার মতো পাগলের সঙ্গে এতগুলো বছর কাটিয়ে ফেলল।’’

Advertisement

আরও পড়ুন: কালো টপ, মেরুন প্যান্টে সেটে হাজির রানিমা, গৌরবকে জমিয়ে আইবুড়ো ভাত খাওয়াল টিম ‘রাণী রাসমণি’

আরও পড়ুন: আলি অন্য পুরুষের মতো নয়, সমুদ্রতীরে নতুন বাড়িতে এসে বললেন রিচা

গৌরবের দাবি, এতগুলো বছরে বাড়ির চার দেওয়ালের পাশাপাশি কখনও মাথার উপরে নামী-দামি হোটেলের ছাদ। কখনও পাহাড়, জঙ্গল, ঊষর মরু। ঋদ্ধিমা সব সময়েই সাবলীল, হাসিখুশি!

‘‘জীবনে, কাজের দুনিয়ার সমস্ত ওঠাপড়ায় তুমি আমার পাশে। প্লিজ, এভাবেই থেকো, আজীবন। এ বছর যেমন তুমি আর আমি উত্তর ভারতের শৈল শহরে’’, আবদার গৌরবের।

তিন বছর আগে কেমন ছিল এই দিন?

আনন্দবাজার ডিজিটালের অ্যালবাম বলছে, এই দিনটারই অপেক্ষা ছিলেন গৌরব ঋদ্ধিমা। দীর্ঘ সাত বছর সম্পর্কের পর ২৮ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন টলি পাড়ার অভিনেতা জুটি। সারা সপ্তাহ জুড়েই চলেছিল বিয়ে নিয়ে নানা অনুষ্ঠান। আশীর্বাদ, সঙ্গীত, গায়ে হলুদ শেষে সাউথ সিটিতে বসেছিল বিয়ের আসর। ঋদ্ধিমা সেজেছিলেন সোনালি বুটি ছড়ানো গাঢ় লাল বেনারসিতে। গৌরব হ্যান্ডসাম ডিজাইনার ধুতি-পাঞ্জাবিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন