‘ভুবন ভ্রমিয়া শেষে’...আরব সাগরের তীরে নিজেদের ভালবাসার বাড়ি পেলেন রিচা চড্ডা এবং আলি ফজল।, আপাতত কিছু বছর তাঁরা সেখানে একসঙ্গে কাটাবেন তাঁরা।
এপ্রিল মাসে বিয়ের পরিকল্পনা ছিল রিচা এবং আলির। কিন্তু অতিমারির কারণে বিয়ে পিছিয়ে যায়। তাঁরা আগে যে বাড়িতে থাকতেন মার্চ মাসের পর সেই বাড়ির লিজের মেয়াদও শেষ হয়। কিন্তু অনিশ্চিত সময়ে নতুন বাড়ি কেনার কথা তখন তাঁরা ভাবেননি।
এখন অবশ্য নতুন বাড়ি পেয়ে উচ্ছ্বসিত রিচা। ভালবাসার মানুষের সঙ্গে সমুদ্রকে এত কাছ থেকে দেখার আনন্দে মজে রয়েছেন তিনি। এ বার বান্দ্রা বা আন্ধেরি অঞ্চলের হই হট্টগোল থেকে দূরে, পাপারাৎজিদের ক্যামেরার আড়ালে দিন কাটবে তাঁদের।