Entertainment News

মহাদেব ভেবে আমার গলায় লোকে কেউটে সাপ দিয়ে পুজো করেছে: গৌরব

উত্তেজিত 'ওঁ নম শিবায়' ধারাবাহিকের মহাদেব ওরফে গৌরব। প্রেমে আঘাত পেয়ে হাসপাতাল যাওয়া থেকে মানুষের মনে 'ঈশ্বর' হয়ে ওঠার কাহিনি শোনালেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়কে

Advertisement
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৫:৪৯
Share:

ওঁ নম শিবায় তো শেষ। এ বার মহাদেব কোন পথে যাত্রা করবে?
এখন আমি আবার গৌরব। পুরুলিয়ার লাল মাটির গৌরব। আর দিনের শেষে আমি একজন অভিনেতা। চার বছর হল ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমাকে যে চরিত্র দেওয়া হবে সেটাই করব। ধারাবাহিক হলে ধারাবাহিক। ছবি হলে ছবি। আমি এ ভাবেই বিষয়টা দেখি।
অজস্র মহিলা আপনাকে বিয়ে করতে চায়। ফেসবুকে সারাক্ষণ প্রেম নিবেদন করে। আপনি চুপ। কেন?
কী বলছেন! আমি যদি ওদের সঙ্গে কথা বলতে শুরু করি তাহলে তো আরও বিপদ।
কেন?
ওরা তো স্ক্রিন শট নিয়ে রেখে দেবে। আর পরে বলবে আমি এই বলেছি, সেই বলেছি। তার ঝামেলা কে সামলাবে?
আপনি ঝামেলা সামলাতে পারেন না, না?
এখন পারি।

Advertisement

আরও পড়ুন, বেডরুমে আমি আর করিনা... মেয়ের সামনে এ কী বললেন সইফ!

আপনার জন্য মেয়েরা পাগল। কিন্তু আপনি যার জন্য পাগল ছিলেন...
ওই অধ্যায় আমি পেরিয়ে এসেছি। অনেক আঘাত পেয়েছি। আমি সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছিলাম। আমায় দু’দিন হাসপাতালে থাকতে হয়েছিল। আমি কিন্তু ওরকম আঘাতের সময়ও আত্মহত্যা করার কথা ভাবিনি। পরে বুঝেছি সব মানুষের জীবনেই এরকম একেকটা ঝড় আসে। আর সেটা পেরিয়ে যাওয়ার অভিজ্ঞতা দিয়েই মানুষ সামনে এগিয়ে যায়।
আপনি কখনোও কৃষ্ণ, কখনও মহাদেব। অভিজ্ঞতা কেমন?
এক কথায় বলা যাবে না। মায়াপুরে আমন্ত্রণ পেয়েছিলাম। তখন কৃষ্ণ-র চরিত্র করছি। ওমা দেখি আমি খালি পায়ে যে যে জায়গাগুলো দিয়ে চলে যাচ্ছি লোকে আমার পায়ের সেই ধুলো মাথায় নিচ্ছে। দেবতার মন্দির সামনে। লোকে আমায় পুজো করছে কৃষ্ণ ভেবে। মনে মনে বলতাম ঈশ্বর আমায় ক্ষমা করুন।

Advertisement


যে সমস্ত মানুষ বলেন, ধারাবাহিক দেখা ভাল না বা ধারাবাহিকে শিক্ষিত লোকের অভাব! এটা কিন্তু খুব অন্যায়, বললেন অভিনেতা।

আর মহাদেবের সময়?
আরো ভয়ঙ্কর। কেউটে, গোখরো সাপ আমার গলায় জড়িয়ে দেওয়া হল আর তার পর পুজো করা হল। একেক সময় আমার মনে হতো আমি কী মানুষ? নাহ বোধহয়...
আপনি এই স্টারডামটা বেশ উপভোগ করেছেন বলুন?
দেখুন একটা সময় আমাকে এ ভাবে অজস্র মানুষের মাঝে টেনে নিয়ে গেছে। যে সমস্ত মানুষ বলেন, ধারাবাহিক দেখা ভাল না বা ধারাবাহিকে শিক্ষিত লোকের অভাব! এটা কিন্তু খুব অন্যায়। পুরাণের এই চরিত্র করার সময় আমি কিন্তু মহাভারত, মেঘনাদবধ, শিবপুরাণ সব পড়েছি।

আরও পড়ুন, প্রত্যাশা মতো ব্যবসা কি করছে ‘ঠগস অব হিন্দোস্তান’?

আপনি শুধু পুরাণের চরিত্রই করে যাবেন? টাইপকাস্ট হওয়ার ভয় নেই?
না নেই। আমি নিজেকে তৈরি করেছি যত্ন করে। চেহারা সম্পর্কে সবাই জানে আমি খুব সচেতন। আমি কিন্ত বিরিয়ানি খাই। কিন্ত প্রচুর ওয়ার্ক আউট করি। আমি শান্তিনিকেতনের একটা নাটকের দলের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। সেখানে 'অমল ও দইওয়ালা' 'অচলায়তন'-এ অভিনয় করেছি। আমি শাস্ত্রীয় সংগীত শিখেছি। আমি নাচতেও পারি। মানে এত আমি আমি করছি, কারণ বলতে চাইছি আমি কমার্শিয়াল ছবিও যেমন করতে পারব তেমনি শুধু অভিনয় নির্ভর ছবিও আশা করি করতে পারব।অভিনয় করতে করতেই তো তৈরি হয়েছি।
অভিনয়ের পরবর্তী পর্যায়টা কী?
আবার নতুন ধারাবাহিক। অনেক বড় দায়িত্ব। কাল হয়তো লুক টেষ্ট হবে। আবার কাজ শুরু।
আর প্রেম?
খুঁজছি। আমি স্থিতিশীলতায় বিশ্বাসী। একসঙ্গে অনেক জন, অনেক প্রেম চাই না।

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন