পরিবারের জন্যই মুম্বইয়ে

কাজ নিয়ে ব্যস্ত থাকলেও অবসরে বই পড়া ও সিনেমা দেখতে ভালবাসেন তিনি। সুযোগ পেলে বেরিয়ে পড়েন ক্রিকেট খেলতেও। আর ভালবাসেন ঘুরতে। গত বছরের শেষেই ইন্দ্রনীল সপরিবার ঘুরে এলেন শ্রীলঙ্কা।

Advertisement
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮ ০৭:৩০
Share:

ইন্দ্রনীল সেনগুপ্ত।

সামনেই মুক্তি পাবে ইন্দ্রনীল সেনগুপ্তর আগামী ছবি ‘নীলাচলে কিরীটি’। সেই নিয়ে বেশ উত্তেজিত পরদার গোয়েন্দা। জানালেন, ‘‘এ বারের ছবিতে সাসপেন্স অনেক বেশি। অ্যাকশনও রয়েছে। আর পরদায় কিরীটির ব্র্যান্ডও ক্রমশ জনপ্রিয় হচ্ছে।’’ স্বভাবতই বেশ খুশি তিনি। ছবির শ্যুটিং করতে গিয়ে আরও একটি প্রাপ্তি হয়েছে তাঁর। এই প্রথম বার পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন তিনি। সময়টাও বেশ ভাল যাচ্ছে ইন্দ্রনীলের। মুম্বইয়ে জোরকদমে কাজ শুরু করেছেন হিন্দি ধারাবাহিক ‘নিমকি মুখিয়া’র। তা হঠাৎ ছোট পরদায় ফিরলেন কেন? ইন্দ্রনীল জানালেন, ‘‘হিন্দিতে বরাবরই সিরিয়ালের অফার পেয়েছি। কিন্তু সিনেমার জন্য বিরতি নিয়েছিলাম। কলকাতায় কাজের জন্য পরিবারকে সে ভাবে সময় দিতে পারছিলাম না। তা ছাড়া মীরাও (কন্যা) বড় হচ্ছে। এখন ক্লাস ওয়ানে পড়ে। এত দিন বরখা (স্ত্রী) ওর সব দায়িত্ব সামলাচ্ছিল। এখন পরিবারে সময় দিতে চাই। তাই মুম্বইয়ে কাজের সিদ্ধান্ত নিলাম। সেই সূত্রেই ছোট পরদায় ফেরা।’’ সম্প্রতি অনুভব সিংহের ‘মুলক’-এ ছোট চরিত্রে অভিনয় করলেন তিনি।

Advertisement

কাজ নিয়ে ব্যস্ত থাকলেও অবসরে বই পড়া ও সিনেমা দেখতে ভালবাসেন তিনি। সুযোগ পেলে বেরিয়ে পড়েন ক্রিকেট খেলতেও। আর ভালবাসেন ঘুরতে। গত বছরের শেষেই ইন্দ্রনীল সপরিবার ঘুরে এলেন শ্রীলঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন