Sreemoyee Chattoraj Birthday

হাতে লেখা চিঠি, প্রিয় ফুল আর একরাশ ভালবাসা! জন্মদিনে শ্রীময়ীর জন্য কী বললেন কাঞ্চন?

৩০ জুন শ্রীময়ী চট্টরাজের জন্মদিন। বিশেষ দিনে বাড়িতে উৎসবের আমেজ। খাওয়া দাওয়া আর উপহার। বিশেষ দিন কী ভাবে পরিকল্পনা করলেন কাঞ্চন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৫:৩১
Share:

জন্মদিনের রাতে পরিবারের সঙ্গে শ্রীময়ী। ছবি: সংগৃহীত।

মাঝ রাতে মল্লিক বাড়িতে হইহই কাণ্ড। চারিদিক ফুলের গন্ধে ম ম। স্ত্রীর জন্মদিনে এটাই তাঁর দেওয়া সেরা উপহার। প্রিয় ফুলের তোড়া, কেক আর হাতে লেখা চিঠি— রাত ১২টায় শ্রীময়ী চট্টরাজকে ঠিক এই ভাবেই চমকে দিলেন অভিনেতা, বিধায়ক কাঞ্চন মল্লিক।

Advertisement

৩০ জুন শ্রীময়ীর জন্মদিন। রবিবার মাঝ রাত থেকে শুরু হয়েছে উদ্‌যাপন। কৃষভিকে সঙ্গে নিয়ে এটাই তাঁর প্রথম জন্মদিন। ফলে আরও বিশেষ। মে মাসে কাঞ্চনের জন্মদিনে বিশেষ চমক দিয়েছিলেন শ্রীময়ী। কলকাতার এক রেস্তরাঁয় আয়োজন করেছিলেন খাওয়া-দাওয়ার। সারা দিনে কাঞ্চন ঘুণাক্ষরেও টের পাননি যে রাতে এমন কিছু হতে চলেছে। শ্রীময়ীর জন্মদিনেও কি এমন কিছু আয়োজন করছেন স্বামী কাঞ্চন?

আনন্দবাজার ডট কমকে অভিনেতা বললেন, “মাঝ রাতেই তো চমকে দিয়েছি ওকে।” বিধায়ক জানালেন, প্রিয় চকোলেট আর ফুলের তোড়া উপহার দিয়েছেন। সেই সঙ্গে বাড়িতে নিয়ে গিয়েছিলেন কেক। কাঞ্চন বললেন, “আমি, কৃষভি আর শ্রীময়ী ছিলাম। তিন জনে খুব উপভোগ করেছি এই একান্ত সময়।” হাতে লিখে চিঠি উপহার দিয়েছেন তিনি। সেই সঙ্গে খুঁজে খুঁজে নিয়ে গিয়েছেন শ্রীময়ীর প্রিয় প্রসাধনী। বিশেষ দিন উপলক্ষে কাঞ্চন কি শ্রীময়ীকে কিছু বলতে চান? তিনি বললেন, “কিছু দিন আগেও আমার মন্তব্য বাক্সে দেখেছি এক জন মৃত্যু কামনা করেছেন। তাই শ্রীময়ীকে বলতে চাই, লোকে অনেক কথা বলবে। কারও কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। আমরা যেন নিজেদের মতো ভাল থাকি।”

Advertisement

তবে এখন আর শুধু দু’জনের ভাললাগা, ভাল থাকা নয়। ভাল রাখার মতো এক ছোট্ট প্রাণ রয়েছে তাঁদের সঙ্গে। তাই শ্রীময়ীকে কাঞ্চন বলতে চান, “কৃষভিকে যাতে ভাল ভবিষ্যৎ দিতে পারি সেই চেষ্টা যেন করি আমরা। তুমি যেমন ছিলে তেমনই থেকো। খুব ভালবাসি, ভাল থেকো।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement