Kaushik Banerjee

‘মনোবীণা অসুস্থ ছিলেন না,’ প্রকাশ্যে কৌশিককে ‘লম্পট’ বলে আক্রমণ! আত্মপক্ষ সমর্থনে কী বললেন অভিনেতা?

মনোবীণা মিত্রের সঙ্গে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে। একাংশের দাবি, মানসিক ভাবে অসুস্থ ছিলেন না অভিনেতার প্রথম স্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২০:২৬
Share:

বিতর্কে কী জবাব দিলেন কৌশিক? ছবি: সংগৃহীত।

ভালবেসে মনোবীণা মিত্রকে বিয়ে করেছিলেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সম্পর্ক যে খুব সুখের হয়েছিল তা নয়। এ কথা সকলের জানা। কৌশিক জানিয়েছিলেন, তাঁর প্রথম স্ত্রীয়ের পরিবারে মানসিক রোগের ইতিহাস রয়েছে। এ কথা শুনে দর্শকের একাংশের মত, মনোবীণা আগে সুস্থই ছিলেন।

Advertisement

কৌশিকের বিরুদ্ধে নানা লোকে নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “উনি সুস্থই ছিলেন।” আবার কেউ কেউ কৌশিকের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে। একজন লেখেন, “কৌশিক মানুষ কেমন অনেকেরই জানা। উনি একজন লম্পট।” একের পর এক নেতিবাচক মন্তব্যের ভিড়ে কী বললেন অভিনেতা?

এখনও প্রথম স্ত্রীয়ের চিকিৎসার সব খরচ বহন করছেন অভিনেতা। জানিয়েছেন, আগামিদিনেও সেই দায়িত্ব তিনি পালন করবেন। কৌশিক বলেন, “কারও কাছে কিছু প্রমাণ করা নেই আমার। একা হাতে ছেলেকে বড় করেছি। ছেলে আমার এবং আমার বর্তমান স্ত্রীয়ের সুস্থ ভাবে বাঁচার অধিকার আছে। আমি খারাপ মানুষ, তাই তো এখনও প্রথম স্ত্রীয়ের যাবতীয় খরচ বহন করছি। আমার অবর্তমানেও তাঁর কোনও অসুবিধা হবে না। এই রকম খারাপ মানুষ হয়েই বার বার জন্মাতে চাই।” এই মুহূর্তে তাঁকে দু’টি ধারাবাহিকে দেখছেন দর্শক।

Advertisement

উল্লেখ্য, কৌশিকের প্রথম স্ত্রী মনোবীণার আরও এক পরিচয় আছে। উনি গায়ক শ্যামল মিত্রের মেয়ে। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন তাঁর ভাই সৈকত মিত্রও। তিনি বলেন, “আমাদের পরিবারে মানসিক সমস্যার তেমন কোনও ইতিহাস নেই। হ্যাঁ, দাদার মধ্যে হঠাৎ এই সমস্যা দেখা দিয়েছিল। সে সব জেনেই কৌশিকদা দিদিকে বিয়ে করেছিলেন। ওঁদের মধ্যে দীর্ঘ দিনের ভালবাসা ছিল।” সৈকত জানিয়েছেন, স্বামী কৌশিকের তত্ত্বাবধানে মানসিক রোগীদের আবাসনে আছেন তাঁর দিদি। ভাল আছেন তিনি। নিয়মিত চিকিৎসা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement