Casting Couch

‘কাস্টিং কাউচ’-এ ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে জলভাত! মুখ খুললেন কীর্তি

পেশাজীবনের শুরুতে তিনিও ‘কাস্টিং কাউচ’-এর শিকার। ইন্ডাস্ট্রিতে আসার আগে এই শব্দবন্ধ এতটাই চেনা তাঁর যে নতুন করে কোনও ভয় তৈরি হয়নি!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৫
Share:

কীর্তি কুলহারিও ‘কাস্টিং কাউচ’-এর শিকার। ছবি: সংগৃহীত।

যে কোনও ইন্ডাস্ট্রিতেই ‘কাস্টিং কাউচ’ শব্দ অতি পরিচিত। তা দক্ষিণে হোক বা বাংলা বিনোদন দুনিয়া। সিনেবোদ্ধাদের দাবি, বলিউড নাকি এই শব্দবন্ধের আঁতুড়ঘর! হেন নায়িকা নেই যিনি প্রযোজক, পরিচালক বা ইউনিটের সদস্যদের এই ধরনের আচরণের সম্মুখীন হননি। সম্প্রতি, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কীর্তি কুলহারি। তাঁর সাফ জবাব, “‘কাস্টিং কাউচ’-এ ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে জলভাত!”

Advertisement

কীর্তি নিজেও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। তখন পেশাজীবনের একেবারে শুরুর দিক। একটি দক্ষিণী ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ছবি নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলছেন। নানা কথার ফাঁকে আচমকাই প্রযোজক তাঁকে কুপ্রস্তাব দেন। ইঙ্গিতে বোঝান, ছবির বিনিময়ে প্রযোজকের প্রস্তাবে রাজি হতে হবে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, “একেই কি ‘কাস্টিং কাউচ’ বলে? আমি কি ‘কাস্টিং কাউচ’-এর শিকার?” মজার বিষয়, প্রযোজক বিষয়টি স্বীকারও করে নিয়েছেন সে সময়।

ঘটনার পরে কীর্তির মানসিক অবস্থা কী হয়েছিল? অভিনেত্রী জানিয়েছেন, তিনি নাকি ভিতরে ভিতরে হেসে ফেলেছিলেন। কোনও মতে হাসি চেপে জানিয়েছিলেন, তিনি একটুও অবাক হননি, ভয়ও পাননি। কারণ, তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই এই শব্দবন্ধের সঙ্গে ভীষণ ভাবে পরিচিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement