Nigel Akkara

নাইজেলের জীবনে সুখবৃষ্টি, বাবা হলেন অভিনেতা, বাড়িতে কন্যা এল, না কি পুত্র?

অভিনেতা হিসাবে নাইজেল আকারা বরাবর দর্শকের মন জয় করেছেন। এ বার জীবনের নতুন অধ্যায়ে পা দিলেন তিনি। বাবা হলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৭:৩০
Share:

স্ত্রী মৌমিতার সঙ্গে নাইজেল আকারা। ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় আরও এক সুখবর। বাবা হলেন অভিনেতা নাইজেল আকারা। কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা। বুধবার সকালে বাইপাস সংলগ্ন একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের মাধ্যমে মেয়ে জন্ম দিয়েছেন নাইজেলের চিকিৎসক স্ত্রী মৌমিতা। আনন্দবাজার ডট কমকে অভিনেতা বললেন, “মা, মেয়ে দু’জনেই ভাল আছে। জীবনের নতুন অধ্যায়। আমি বাক্‌রুদ্ধ। খুবই উত্তেজিত।” আট বছরের দাম্পত্য তাঁদের। এই দিনের অপেক্ষাতেই ছিলেন। নাইজেল বললেন, “এই মুহূর্তে আমি কোনও কাজ করছি না। পরিবারেই মন দিতে চাই। তাই এ দিকটা নিয়েই ব্যস্ত ছিলাম। দু’জনেই শুধুমাত্র পরিবারের দিকে নজর দিয়েছিলাম।”

Advertisement

শিশু কন্যার ছবি সমাজসাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা। ছবি: সংগৃহীত।

জীবনের একটা পর্ব কারাবাসে ছিলেন। তাঁর মা বলেছিলেন, ‘‘কলকাতা ছেড়ে দে। মুম্বইয়ে যা। এ শহর তোকে কী বা দেবে?’’ শোনেননি নাইজেল। এ শহরকে আঁকড়ে ধরেছেন তিনি! এই আঁকড়ে ধরার বৃত্তে ‘মুক্তধারা’ থেকে ‘গোত্র’ ছবির ফ্রেমে গোত্রহীন মানবিক নাইজেল খুলে দিলেন তাঁর মনের দরজা। মেয়ে আসার পর সেই বৃত্তই যেন সম্পূর্ণ হল। আপাতত মেয়ে, বৌকে নিয়ে সুখেশান্তিতে জীবনকে কাটিয়ে নিয়ে যাওয়াই তাঁর এক মাত্র লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement