তনুশ্রী চক্রবর্তীকে নিয়ে কী বললেন রুদ্রনীল ঘোষ? ছবি: ফেসবুক।
একটা সময় গভীর প্রেমে ছিলেন তাঁরা। তনুশ্রী চক্রবর্তী-রুদ্রনীল ঘোষ। বিচ্ছেদেরও অনেক বছর পার। তনুশ্রী সদ্য বিয়ে সারলেন। সে খবর আনন্দবাজার ডট কম-এর মারফত জেনেই রুদ্রনীলের ঘোষণা, “২০২৬-এর মাঝামাঝি আমিও বিয়ে করছি।”
পাত্রী নির্বাচন সম্পন্ন? প্রশ্ন রাখতেই রুদ্রনীলের দাবি, “পাত্রী নির্বাচন করিনি। তবে আমার মতো ট্রেন ফেল করা প্যাসেঞ্জার অনেকেই আছেন। নিশ্চয়ই তেমন কাউকে পেয়ে যাব।” তার পরেই রসিকতায় মাতলেন, “তনুশ্রী আর আমিই বাকি ছিলাম। ও শুভকাজ সেরে ফেলল। এর পরেও বিয়ে না করলে ব্যাপারটা খুব খারাপ দেখায়।” আনন্দবাজার ডট কম মারফত ‘প্রাক্তন’কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।
কথায় কথায় স্মৃতিমেদুর রুদ্রনীল। অতীত সামনে এসেছে আবার। অভিনেতা-রাজনীতিবিদের কণ্ঠস্বরে সে সুর স্পষ্ট। তিনি বললেন, “বিচ্ছেদের পরেও আমরা ভাল বন্ধু ছিলাম। বন্ধু যখন ভাল থাকে, তখন মন আপনা থেকেই ভাল হয়ে যায়।” পাশাপাশি আফসোসও করেছেন, কলকাতায় বিয়ে করলে নিশ্চয়ই তনুশ্রী তাঁকে নিমন্ত্রণ করতেন। “পাত পেড়ে কব্জি ডুবিয়ে খেতে পারতাম। সেটা হল না”, রুদ্রনীলের আক্ষেপ বলতে এটুকুই!