Tanusree Weds Sujit

ঠিক যেন সিনেমা! বেড়াতে গিয়ে সাতপাকে বাঁধা পড়লেন তনুশ্রী, পাত্র কে? জানালেন সবিস্তার

“ওর সঙ্গে কয়েকটা দিন বেড়াব। এই ভাবনা নিয়েই লাস ভেগাসে গিয়েছিলাম। বিয়ে করব, ভাবিনি”, জানালেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১০:১৫
Share:

সাতপাকে বাঁধা পড়লেন তনুশ্রী চক্রবর্তী, সুজিত বসু। ছবি: ইনস্টাগ্রাম।

লাস ভেগাসের সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে সাতটা। ফোনের ও পারে তনুশ্রী চক্রবর্তী। সদ্য বিয়ে সেরেছেন ‘ডিপ ফ্রিজ’ নায়িকা। গলায় আনন্দ আর উত্তেজনা মিলেমিশে একাকার। নৈশভোজ সারতে নবদম্পতি যাচ্ছেন লাস ভেগাসের এক পাঁচতারা হোটেলে।

Advertisement

আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন তনুশ্রী, “সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনও ঘোর কাটেনি। বিশ্বাস হয়েও যেন হচ্ছে না! রাতারাতি ও সবটা ব্যবস্থা করে ফেলল!” চেনাজানা অনেক দিনের। ভালবাসার বয়স মাত্র পাঁচ মাস। পাত্র সুজিত বসু আইটি ইঞ্জিনিয়ার। আটলান্টায় থাকেন। ২৮ বছর ধরে প্রবাসী। “ভালবাসার বয়স কম হলে কী হবে, আমাদের প্রেম গভীর।”

বিয়ের পর তনুশ্রী-সুজিত। ছবি: ইনস্টাগ্রাম।

তাই সাতপাকে বাঁধা পড়ার ভাবনাচিন্তা চলছিলই। এরই মাঝে তনুশ্রী ঠিক করেন, হবু বরের সঙ্গে আরও একবার বিদেশ ঘুরে দেখবেন। সেই ভাবনা থেকেই মার্কিন মুলুকে যাওয়া তাঁর। নায়িকার কথায়, “হঠাৎ সুজিত বলল, বিয়েটা সেরে ফেলি?” নায়িকা হ্যাঁ-না বলার আগেই আয়োজন প্রস্তুত। “রাতারাতি সব সেরে ফেলল। এমনকি বিয়ের লহেঙ্গাও চলে এল। সঙ্গে মানানসই গয়না। পুরোটাই যেন সিনেমার মতো।” ভিডিয়ো কলে পরিবারের সবাইকে সাক্ষী রেখে অতঃপর বিয়ে। আশ্বস্ত করলেন, “কলকাতাতেও আর একপ্রস্ত বিয়ে হবে। হিন্দু রীতিনীতি মেনে। সে রকমই ইচ্ছে আছে।” মার্কিন মুলুকে মেয়ের বিয়ে হচ্ছে। ভিডিয়ো কলে দেখতে দেখতে চোখে জল নায়িকার মায়ের।

Advertisement

মধুচন্দ্রিমা কোথায় হবে নবদম্পতির? কবে ফিরবেন দেশে? তনুশ্রী জানিয়েছেন, ফ্লোরিডায় তাঁরা কয়েকটা দিন কাটাবেন। তার পর ঠিক করবেন, ভারতে কবে ফিরবেন। যদিও ফেরার টিকিট কাটা আছে তাঁর। নায়িকা কি তা হলে টলিউডকে বিদায় জানালেন? সঙ্গে সঙ্গে সেই ভাবনা নাকচ করলেন তিনি। বললেন, “একেবারেই তা নয়। কাজ বন্ধ করব না। সুজিত আমার সঙ্গে কলকাতায় ফিরে আসতে পারে।” একটু থেমে যোগ করেছেন, তিনি বিদেশের নাগরিকত্ব নেবেন কি না, সেটিও বিবেচনাধীন, “যেখানেই থাকব আমরা একসঙ্গে থাকব।”

নবদম্পতি তনুশ্রী-সুজিত। ছবি: ইনস্টাগ্রাম।

নায়িকা বৌ পেয়ে খুশি আইটি ইঞ্জিনিয়ার সুজিতও। সুদূর লাস ভেগাস থেকে তিনি আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “তনুশ্রীর সঙ্গে আলাপ হওয়ার পরে বাংলা বিনোদনদুনিয়া সম্পর্কে সবিস্তার জেনেছি। ওকে জীবনসঙ্গী পেয়ে খুশি। আমরা যাতে সুখে থাকতে পারি তার জন্য সকলের শুভেচ্ছা চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement