আদৌ কাগজে-কলমে বিয়ে হয়েছিল প্রান্তিক-অঙ্কিতার? —ফাইল চিত্র।
প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কিতা চক্রবর্তীর বিয়ে ভাঙার খবরে সরগরম টলিপাড়া। এই খবর প্রথম প্রান্তিকই প্রকাশ্যে আনেন। কিন্তু স্ত্রী অঙ্কিতা এই বিষয়ে কোনও কথা বলতে চাননি। আনন্দবাজার ডট কম-কে অঙ্কিতা বলেছিলেন “ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও কথা বলতে চাই না।” তবে অভিনেতা কোনও কিছু নিয়ে লুকোছাপা করতে রাজি নন। এ বার কোন সত্যি প্রকাশ্যে আনলেন?
১২ বছরের বন্ধুত্ব তাঁদের। অনেকটা সময়ই একসঙ্গে কাটাতেন। ২০২২ সালে বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই হঠাৎ করে বিয়ে করে নেন প্রান্তিক এবং অঙ্কিতা। যদিও হিন্দুশাস্ত্র মতে বিয়ে করেননি তাঁরা। বৈদিক মতে বিয়ে সেরেছিলেন। তিন বছর পরে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, জানিয়েছেন প্রান্তিক।
আনন্দবাজার ডট কম-কে বলেন, “সেই ভাবে কাগজে কলমে আমাদের বিয়ে হয়নি। কখনও কখনও সত্যিটা না জানালে মানুষ নিজের মনগড়া কাহিনি তৈরি করে ফেলে। আমার হয়ে উত্তরও দিয়ে দিতে পারে। তাই সবটা জানালাম প্রকাশ্যে।” তাঁর কথায়, “আমি প্রথম নই যাঁর বিচ্ছেদ হচ্ছে, আমিই শেষ নই।” প্রেম, বিয়ে কোনও কথা প্রকাশ্যে ঘোষণা না করলেও যেহেতু বিয়ের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন, তাই প্রান্তিক মনে করেন, তাঁরা আর একসঙ্গে থাকছেন না সেটাও সবাইকে জানান উচিত। যদিও এ বিষয়গুলো সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক। অভিনেতা জানান, অঙ্কিতা যেটা মনে করেছেন সেটা তাঁর সিদ্ধান্ত। এর চেয়ে বেশি কিছু বলতে চান না দু’জনের কেউই।