Tollywood News

নীলাঞ্জনা শর্মা কি সব কিছু নিজের ‘নিয়ন্ত্রণে’ রাখতে ভালবাসেন? কী বললেন অভিনেতা রাহুল

নীলাঞ্জনা শর্মার সঙ্গে তাঁদের বন্ধুত্বের ১০ বছর। ভাইফোঁটা মিটতেই একসঙ্গে আড্ডা দিতে বসেছিলেন রাহুল। সেখানেই টলিউড প্রযোজককে কী বললেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৮:৩৫
Share:

নীলাঞ্জনা প্রসঙ্গে কী বললেন রাহুল? ছবি: সংগৃহীত।

প্রায় ১০ বছর হতে চলল তাঁদের বন্ধুত্বের। শত ব্যস্ততার মাঝেও একসঙ্গে দেখা করেন, খাওয়াদাওয়া হয়। এমনই একটি সন্ধ্যার ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। প্রযোজক নীলাঞ্জনা শর্মার বাড়িতেই এক হয়েছিলেন সবাই। ছিল তাঁদের খুদেরাও। সেই ছবিতেই রাহুল লেখেন, “নীলাঞ্জনাদি বড্ড কন্ট্রোল ফ্রিক।” এককথায়, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালবাসেন।

Advertisement

সত্যিই কি নীলাঞ্জনা এমন প্রকৃতির মানুষ? অভিনেতার এই লেখাকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলেছেন। যদিও এই লেখা যে নিছকই মজা, তা স্পষ্ট করলেন রাহুল নিজেই। বললেন, “নীলাঞ্জনাদির সঙ্গে আমাদের বহু বছরের সম্পর্ক, প্রায় ১০ বছর হয়ে গেল, সহজ যখন হয়। আমি তো অপারেশন থিয়েটারে। কাউকে জানাতে পারছি না। তখন প্রথম ফোনটা নীলাঞ্জনাদিকেই করেছিলাম।”

মাঝে মাঝেই কারও না কারও বাড়িতে আড্ডা দেন তাঁরা। খাওয়া-দাওয়া হয়। শুটিং থাকায় সে দিন রাতে তাঁদের আড্ডায় যোগ দিতে পারেননি প্রিয়াঙ্কা। রাহুল যোগ করেন, “অতিথি আপ্যায়ন নীলাঞ্জনাদির থেকে শেখা উচিত আমাদের। অসাধারণ হোস্ট। কাবাবের থালা খালি! সঙ্গে সঙ্গে উঠে গেল খাবার আনতে। এক মিনিটও বসে না। পার্টিতে অর্ধেক সময় কাজ করতে করতেই চলে যায়। তাই মজা করে ওটা লিখলাম।”

Advertisement

এই মুহূর্তে রাহুল ব্যস্ত বড়পর্দার কাজ নিয়ে। ভাল চরিত্র পেলে নিশ্চয়ই ধারাবাহিকে অভিনয় করবেন। এখনও পর্যন্ত তাঁর কাছে ওয়েব সিরিজ়ের কোনও সুযোগ আসেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement