Rahul Dev on Mukul Dev

খাওয়া বন্ধ, ডুবেছিলেন একাকিত্বে! অবশেষে মুকুল দেবের মৃত্যুর আসল কারণ জানালেন রাহুল দেব

মৃত্যুর আগে সাড়ে আট দিন হাসপাতালের আইসিইউ-এ ছিলেন মুকুল দেব। তিনি না কি ঠিক মতো খাওয়াদাওয়া করতেন না, জানিয়েছেন রাহুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৬:৩০
Share:

মুকুল দেবের মৃত্যুর আসল কারণ জানালেন রাহুল দেব। ছবি: সংগৃহীত।

মাত্র ৫৪ বছরে প্রয়াত হয়েছেন মুকুল দেব। গত ২৩ মে মারা যান তিনি। ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। কিন্তু তাঁর মৃত্যুতে হতবাক হয়েছিল বলিউড। মৃত্যুর আগের দিনগুলো ভাল কাটেনি অভিনেতার। এ বার মুখ খুললেন মুকুলের ভাই রাহুল দেব। তিনি জানালেন, ঠিক কেন এমন পরিণতি হল মুকুলের।

Advertisement

মৃত্যুর আগে সাড়ে আট দিন হাসপাতালের আইসিইউ-এ ছিলেন মুকুল। তিনি নাকি ঠিক মতো খাওয়াদাওয়া করতেন না, জানিয়েছেন রাহুল। তিনি বলেছেন, “চিকিৎসার দিক থেকে দেখতে গেলে, খাওয়াদাওয়ার অভ্যাস ঠিক না হলেই এমন পরিণতি হয়ে থাকে। শেষ চার-পাঁচ দিনে ও পুরোপুরি খাওয়া বন্ধ করে দিয়েছিল।”

রাহুল জানিয়েছেন, প্রবল একাকিত্বে ভুগতেন মুকুল। জীবনের উপর থেকে সমস্ত আগ্রহ, মায়া হারিয়ে ফেলেছিলেন তিনি। বেশ কিছু কাজ পাওয়া সত্ত্বেও সেগুলি ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

Advertisement

তা হলে কি মুকুল অবসাদে ভুগছিলেন? মানতে রাজি নন রাহুল। তবে তাঁর বক্তব্য, মুকুলের মৃত্যু নিয়ে নানা লোকে নানা মন্তব্য করেছেন। কিন্তু জীবিত অবস্থায় তাঁরা কোনও যোগাযোগ রাখতেন না। রাহুল বলেছেন, “যাঁরা এখন কথা বলছেন, তাঁরা কোনও যোগাযোগই রাখেননি। ওঁরা বলছেন, মুকুল নাকি সুস্থ ছিল না। কিন্তু ও হাফ ম্যারাথন দৌড়েও অংশ নিয়েছিল। ওর ওজন বেড়েছিল ঠিকই। নিজের খেয়াল রাখা বন্ধ করলে, তার ছাপ তো শরীরে পড়েই।”

যাঁরা নানা মন্তব্য করেছেন তাঁরা হাসপাতালেও এসেছিলেন কি না, সেই প্রশ্নও তুলেছেন রাহুল। একা থাকতে থাকতেই মুকুল মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলেন বলে দাবি তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement