tollywood couple

‘...কিছুতেই কমছিল না’, একরত্তির অসুস্থতায় ভীত রাহুল-প্রীতি, তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে

রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের একমাত্র মেয়ে আয়রা। সবে এক বছরে পা দিয়েছে। আচমকাই অসুস্থ। শেষে হাসপাতালে ভর্তি করাতে বাধ্য হলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ২০:৩৯
Share:

সন্তানের অসুস্থতায় চিন্তিত রাহুল-প্রীতি। ছবি: সংগৃহীত।

শেষ কয়েকটা দিন খুবই দুশ্চিন্তায় দিন কাটিয়েছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদার। মেয়ে আয়রাকে নিয়ে আনন্দেই সময় কাটাচ্ছিলেন। কিন্তু আচমকা এতটা অসুস্থ হয়ে পড়বে মেয়ে সেটা ভাবতে পারেননি তাঁরা। খুব জ্বরে ভুগল একরত্তি। কিছুতেই বাড়িতে জ্বর কমাতে পারছিলেন না তাঁরা। শেষমেষ উপায় না পেয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে মেয়েকে। আনন্দবাজার ডট কমকে রাহুল বলেন, “এখন অনেকটা ভাল আছে। হয়তো বুধবারই হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেবে। কী যে চিন্তায় পড়েছিলাম। ১০৩ জ্বর কিছুতেই কমছিল না।” ভাইরাল জ্বরে খুবই কাবু হয়ে পড়ে আয়রা। তার পরেই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন প্রীতি এবং রাহুল।

Advertisement

একটি পোস্টে প্রীতি লেখেন, “আজ ৩ দিন হল আমার আয়রা হাসপাতালে ভর্তি। হঠাৎ ধুম জ্বর আসে ওর। তাই ওকে ভর্তি করাতে হয়।’’ এ দিন সবাইকে মেয়ের জন্য প্রার্থনা করার অনুরোধ করেন প্রীতি। তিনি লেখেন, ‘তোমরা সবাই ওকে খুব ভালবাসো তাই জানালাম। এখন আয়রা আগের থেকে অনেক ভাল আছে।’ কিছু দিন আগে ধুমধাম করে মেয়ের অন্নপ্রাশনের আয়োজন করেছিলেন তাঁরা। ইন্ডাস্ট্রির অনেকেরই চোখের মণি আয়রা। ফলে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পরে খুবই চিন্তিত সবাই। অনেকে মন্তব্য করেছেন। আয়রা যাতে সুস্থ হয়ে যায় সেই প্রার্থনাই সবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement