নতুন ছবিতে রণজয় বিষ্ণু? ছবি: সংগৃহীত।
টলিপাড়ার অন্দরে নতুন গুঞ্জন। নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা রণজয় বিষ্ণু। যদিও অভিনেতার দাবি, এই বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। তবে নায়ক জানিয়েছেন, অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে তাঁর নতুন যাত্রার কথা। শেষ ২০১১ সালে অনিন্দিতার সঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ১৪ বছর পরে এ বার অনিন্দিতার সঙ্গে জুটিতে অভিনেতা।
‘ঘরে ফেরার গান’ ধারাবাহিকে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ১৪ বছর পরে অনিন্দিতার সঙ্গে জুটি বেঁধে খুশি অভিনেতা। রণজয় বললেন, “দারুণ গল্প। সৌম্য রায়চৌধুরী নতুন পরিচালক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তথাকথিত কোনও বড় সংস্থার ছাতায় তৈরি হয়নি এই ছবি। প্রযোজক বাইরে থাকেন। খুব মন দিয়ে গল্প বুনেছেন। বিষয়টা এখনই প্রকাশ্যে আনতে চাই না। আমার বিশ্বাস, দর্শকের ভাল লাগবে এই গল্প। অনিন্দিতা আর আমাকেও একসঙ্গে ভালবাসা দেবে সবাই।”
শোনা যাচ্ছে, পুরোপুরি থ্রিলারধর্মী এই ছবি। তবে বাকিটা ক্রমশ প্রকাশ্য। এখনও এই ছবি নিয়ে খুব বেশি আলোচনা শুরু হয়নি। উল্লেখ্য, অনিন্দিতাকে অনেক দিন বাংলা ছবি বা ধারাবাহিকে দেখেনি দর্শক। এখন তিনি মূলত মুম্বইয়েই থাকেন। অন্য দিকে ধারাবাহিক শেষ হওয়ার পরে নতুন কোনও কাজ শুরু করেননি রণজয়। সূত্র বলছে, আবার ধারাবাহিকে দেখা যাবে নায়ককে।