Rituparna Sengupta

মুখ্যমন্ত্রীর দফতরে কথা বলতে নবান্নে যাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আলোচনা হবে বাংলার সমস্যা নিয়ে!

ঋতুপর্ণা এ দিন মুম্বই থেকে কলকাতা উড়ে আসেন নিজের ছবির প্রচার কাজে। ঠিক তখনই ফোন পান মুখ্যমন্ত্রীর দফতর থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১২:২৪
Share:

নবান্নে যাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

বড় পদক্ষেপ ঋতুপর্ণা সেনগুপ্তের। আনন্দবাজার ডট কমের খবর প্রকাশের পর আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে ডাক পেয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার তাঁর নতুন ছবি ‘বেলা’-র প্রচারানুষ্ঠান সেরেই নবান্নের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি। বাংলা ছবির প্রদর্শন সঙ্কট নিয়ে সরাসরি কথা বলবেন।

Advertisement

ঋতুপর্ণা এ দিন মুম্বই থেকে কলকাতা উড়ে আসেন নিজের ছবি প্রচার কাজে। ঠিক তখনই ফোন পান মুখ্যমন্ত্রীর দফতর থেকে। রন্ধনশিল্পী,লেখিকা, রেডিয়ো উপস্থাপক বেলাকে পর্দায় নিয়ে আসছেন পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়। সেই ছবির প্রচারের ফাঁকে অভিনেত্রী বলেন, “আজ সকালেই সময় দিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। আমি নবান্নে গিয়েই সমস্ত বিষয়টি নিয়ে কথা বলব। নতুন পরিচালক , প্রযোজকদের সঙ্গে আমি সব সময় কাজ করি। বেলা আসছে। সবটা নিয়ে কথা বলতে চাই।”২৯ অগস্ট মুক্তি পাবে অভিনেত্রীর আগামী ছবি।

বুধবারই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ঋতুপর্ণা। হিন্দি ছবির ‘দাপটে’ বাংলা ছবির প্রদর্শন সঙ্কটে, এই বিষয়েই মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিংহ রানে-সহ বাংলা বিনোদন দুনিয়ার প্রথম সারির অভিনেতা, পরিচালক, প্রযোজকেরা একজোট হয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের ক্ষোভ, বলিউডের আগ্রাসনে বাংলা ছবি কোণঠাসা।

Advertisement

আগামী ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। পাশাপাশি, ১৫ অগস্ট মুক্তি পাবে হৃতিক রোশন-কিয়ারা আডবাণী অভিনীত ‘ওয়ার ২’। হিন্দি ছবির পরিবেশকদের শর্ত, সিঙ্গল স্ক্রিনের চারটি শো ছবিকে দিলে তবে বাংলায় ছবিটি মুক্তি পাবে। তারা দেবের ছবির সঙ্গে শো ভাগ করবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement