About Raj Chakraborty's First Hindi Series

বাঙালির মনে ‘বাবাইদা’ হিসাবে আমিই থাকব, রাজের হিন্দি ‘পরিণীতা’ নিয়ে আর কী বললেন ঋত্বিক?

রাজের হিন্দি সিরিজ ‘জিদ্দি ইশক’-এ অভিনয় করতে রাজি হলে বলিউডের দরজা খুলে যেত তাঁর। কেন রাজি হলেন না ঋত্বিক?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৩:১৮
Share:

ঋত্বিক চক্রবর্তী কেন রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজ়ে নেই? ছবি: ফেসবুক।

রাজ চক্রবর্তীর প্রথম হিন্দি সিরিজ় ‘জ়িদ্দি ইশ্‌ক’ দিনকয়েক আগে মুক্তি পেয়েছে। ছ’বছর আগে মুক্তি পাওয়া নিজের বাংলা ছবি ‘পরিণীতা’কেই হিন্দি সিরিজ়ে রূপান্তরিত করেছেন পরিচালক। এই সিরিজ়ের কথা প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম।

Advertisement

রাজ সেই সময়ে জানিয়েছিলেন, বড়পর্দায় যেখানে গল্প শেষ, মুঠোফোনে সেখান থেকেই গল্প শুরু। অনেক বেশি অ্যাকশন, আবেগ আর রোম্যান্স থাকছে এখানে। তাই মিল খুঁজতে যাওয়া বৃথা। মিল রাজ নিজেও রাখেননি। শুরুতেই নায়ক-নায়িকা বদলে দিয়েছেন। বড়পর্দায় ঝড় তুলেছিলেন ঋত্বিক চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সিরিজ়ে পরমব্রত চট্টোপাধ্যায়-অদিতি পোহানকর। নায়িকার নাম ‘মেহুল’ থাকলেও নায়ক ‘বাবাইদা’ বদলে গিয়ে এ বার ‘শেখরদা’!

‘পরিণীতা’ ছবিতে ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

যে চরিত্রে অভিনয় করে ঋত্বিক বাঙালির মনে ‘রোম্যান্টিক হিরো’র জায়গা করে নিয়েছিলেন, তার এমন পরিণতি! অভিনেতা কি সিরিজ় বা তার প্রথম ঝলক দেখেছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম-এর প্রশ্নে ঋত্বিক বললেন, “ট্রেলার দেখেছি। সিরিজ় দেখা হয়নি। বাংলা আর হিন্দি কাজের মধ্যে ফারাক তো থাকবেই। সেটাই করেছেন রাজ।” পরমব্রতকে নিজের চরিত্রে অভিনয় করতে দেখে কেমন লাগল? মৃদু হেসে জবাব দিলেন, “পরমব্রত তো ‘বাবাইদা’ নয়। ও ‘জ়িদ্দি ইশ্‌ক’ সিরিজ়ের ‘শেখরদা’। ফলে, তুলনার প্রশ্নই নেই।” একটু ভেবে যোগ করেছেন, “এখনও ছবির দৃশ্য নিয়ে ‘রিল’ তৈরি হয়। আমার দৃশ্য, সংলাপ— সেখানে জায়গা করে নেয়। সমাজমাধ্যমে ‘ট্যাগ’ করা হয় আমাকে। মনে হয়, বাঙালির মন থেকে ‘বাবাইদা’কে সরানো যাবে না। আমিই থেকে যাব। আমরা সবাই মিলে খুব ভাল একটা ছবি বানিয়েছিলাম।”

রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজ় ‘জ়িদ্দি ইশক’-এ পরমব্রত চট্টোপাধ্যায়, অদিতি পোহানকর। ছবি: সংগৃহীত।

একসময় শোনা গিয়েছিল, সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা ঘোষের ছবি ‘কিং’-এ অভিনয়ের কথা ছিল ঋত্বিকের। পরে অবশ্য ছবির অনেক কিছুই বদলে যায়। রাজের সিরিজ়ে অভিনয়ের সুযোগ পেলে তো ঋত্বিকের সামনে বলিউডের দরজা খুলে যেত! অভিনেতার যুক্তি, “আমি বলিউডে অভিনয় করতে চাই। ওখানে কাজ করলে বেশি পারিশ্রমিক, জাতীয় স্তরের খ্যাতি মেলে। কিন্তু জোর করে কিছু করতে চাই না। যখন সময় আসবে, নিজের থেকেই সব হয়ে যাবে— আমার এটাই বিশ্বাস।” অভিনেতা এ-ও স্বীকার করেছেন, তাঁর হিন্দি উচ্চারণ বাংলার অন্য অভিনেতাদের থেকে অনেকটাই দুর্বল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement