dev

সেটে পছন্দের কেক পাননি! ১ ঘণ্টা কেঁদে দেবের ঘুম নষ্ট করেছিলেন রুক্মিণী?

দেব তখন কী করলেন? ঘুম নষ্ট হওয়ায় রাগের চোটে রুক্মিণীকে তাঁর বাবা দেখিয়ে দিয়েছেন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ১৪:৪৬
Share:

দেব-রুক্মিণী।

শুধু এই? কঠিন কঠিন দৃশ্যে অভিনয়। পরের শটেই ইমোশনাল সিন। এ দিকে কোনও অনুভূতিই আসছে না তাঁর। অনুভূতি আনতে চকোলেট খেতে হবে নায়িকাকে। ‘নায়ক’ দেব সেই সময়েই নিদ্রা গিয়েছেন! কোন নায়িকার সহ্য হয়? সহ্য হয়নি রুক্মিণী মৈত্ররও। বদলে কী করেছেন? দেবের দাবি, টানা ১টি ঘণ্টা ধরে মুঠোফোনে যাবতীয় অভাব-অভিযোগ জানিয়ে কান্নাকাটি করেছেন। যার ধাক্কায় সুখের ঘুম বরবাদ সাংসদ-তারকার!

রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’ দেব-রুক্মিণীর প্রথম ছবি। সেই ছবির অভিজ্ঞতাই শেয়ার করছিলেন যুগলে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে। যেখানে দেব ফাঁস করেছেন নায়িকার কীর্তি। তখন শ্যুটিংয়ে গেলেই রোজ কেক খেতেন রুক্মিণী। বায়না মেটাতে সে দিন তাঁকে নাকি স্পট বয় ‘কি একটা বাটি কেক’ এনে দিয়েছেন। দেখেই মাথা খারাপ নায়িকার। দেবের কথার ধরনে হেসে ফেলেছেন উল্টো দিকে বসা ২ সাংবাদিক।

দেব তখন কী করলেন? ঘুম নষ্ট হওয়ায় রাগের চোটে রুক্মিণীকে তাঁর বাবা দেখিয়ে দিয়েছেন! "বাবাকে ফোন কর। টাকা আনাও। গাড়ি পাঠাও। নিয়ে এস। আমি তোমার এত বায়না সামলাতে পারব না", স্পষ্ট কথা তাঁর। নায়িকার রি-অ্যাকশনও শোনার মতো, "একটা কেকই তো! তুমি এনে দিতে পারবে না?"

২ জনের খুনসুটিতে মাত সাক্ষাৎকার। ততক্ষণে ‘ব্রহ্মাস্ত্র’ ছুঁড়েছেন দেব। দাবি, "সবাই তো ভেবেছিল জিরো ফিগারের নায়িকা। খুব ডায়েট খাবার খাবেন। ওটস খাবেন, দুধ খাবেন। ঘোড়ার ডিম! লুচি খাচ্ছে, আলু খাচ্ছে, কেক খাচ্ছে...!"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement