Sanjay Dutt

মেয়ের উপর গোঁসা কেন সঞ্জয় দত্তের?

কিন্তু চোখে মুখে রাগ থাকলেও, বস্তুত নাকি রাগেননি সঞ্জু বাবা। মেয়ের প্রতি এক বাবার পজেসিভনেসের ছবি এটা। ইনস্টাগ্রামে ছবিটি ছেড়ে ত্রিশলা লিখছেন ‘যদি বলি কাউকে দেখছি, তখন বাবা আমাকে এই লুকটা দেয়। যদিও এর পুরোটাই মজার ছলে।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ১২:৪৭
Share:

যে রকম জেদ বাবার, সে রকমই মেয়ের। কম যান না কেউই।

Advertisement

শাহরান ও ইকরার সঙ্গে একসঙ্গে থাকলেও, বড় মেয়ে ত্রিশলার সঙ্গে থাকা হয় না সঞ্জয় দত্তের। পড়াশোনার কারণে ত্রিশলা এই মুহূর্তে আমেরিকায়। তাই, মাঝেসাঝেই ভিডিও চ্যাটে আড্ডা দেন বাবা-মেয়ে। সম্প্রতি এ রকমই এক ভিডিও চ্যাটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন ত্রিশলা। ওই ছবিতে দেখা যাচ্ছে, সঞ্জয়ের মুখে হাসি উধাও। ঘন ঘন সিগারটের টানে মগ্ন মুন্নাভাই। হল কী তাঁর? দেখে তো যথেষ্ট চিন্তিতই দেখাচ্ছে! মেয়ের ‘লভ লাইফ’ নিয়ে চিন্তিত? তবে, সিগারেট মুখে সঞ্জয় দত্তের ওই ছবি প্রকাশ্যে আসতেই নিমেষে তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: ‘বাহুবলী’ প্রভাসের পারিশ্রমিক ৮০ কোটি!

Advertisement

কিন্তু চোখে মুখে রাগ থাকলেও, বস্তুত নাকি রাগেননি সঞ্জু বাবা। মেয়ের প্রতি এক বাবার পজেসিভনেসের ছবি এটা। ইনস্টাগ্রামে ছবিটি ছেড়ে ত্রিশলা লিখছেন ‘যদি বলি কাউকে দেখছি, তখন বাবা আমাকে এই লুকটা দেয়। যদিও এর পুরোটাই মজার ছলে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement