Shakib Khan

প্রতিযোগিতা তুঙ্গে! বড় ছেলেকে আমেরিকা ঘুরিয়েছিলেন শাকিব, ছোট ছেলের জন্য কী পরিকল্পনা?

অনেক দিন আগে আমেরিকা থেকে ফিরেছেন শাকিব খান। বড় ছেলে জয়কে নিয়ে আমেরিকায় বেশ অনেক দিন কাটিয়েছেন। এ বার কি তবে ছোট ছেলেকে নিয়ে বিদেশে যাবেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৫:১৯
Share:

পুত্রের সঙ্গে শাকিক খান। ছবি: সংগৃহীত।

দু’বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন অভিনেতা শাকিব খান। সঙ্গী হয়েছিলেন প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। নিউ ইয়র্ক থেকে নায়গ্রা— আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন নায়ক। সেই সময় শাকিব জানিয়েছিলেন সুযোগ পেলে ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়েও ঘুরতে যাবেন তিনি। শোনা যাচ্ছে, জুলাই মাসের শেষে ছোট ছেলে শেহজাদকে নিয়ে আমেরিকা যাচ্ছেন তার মা, শাকিবের আর এক প্রাক্তন স্ত্রী শবনম বুবলীও। শোনা যাচ্ছে, বীরের জন্মের কাগজপত্র-সহ কিছু ব্যক্তিগত কাজেই এ সফর। তাঁরা সে দেশে থাকবেন প্রায় তিন মাস।

Advertisement

এই মুহূর্তে নিউ ইয়র্কেই রয়েছেন শাকিব, তিনি দেশে ফিরবেন আগস্টের মাঝামাঝি! ফলে দিন-পনেরোর মতো বাবা-ছেলে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে।

বেশ কিছু দিন আগে নায়ক বলেছিলেন, “বাবা হিসাবে আমি সব সময় চাই আমার সন্তানদের কাছে রাখতে। জয় গিয়েছে, তাকে একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করি খুব শীঘ্রই শেহজাদা খান বীরকে নিয়ে যাব আমেরিকায়। তাকেও সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করব। এই আশাই করি।” নায়কের মুখে এই উত্তর পাওয়ার পর থেকেই জল্পনা শুরু। তবে কি এ বার ছোট ছেলে বীরকে নিয়ে শাকিব বিদেশে যাবেন? সঙ্গে কি যাবেন তাঁর দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী? এ প্রসঙ্গে অবশ্য কোনও উত্তর দেননি নায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement