Sourav Chakraborty

জন্মদিনে সুগন্ধি উপহার দিলেন নায়িকা! প্রেম না কি প্রেমিকা, কার খোঁজ করছেন সৌরভ চক্রবর্তী

‘লক্ষ্মীঝাঁপি’ ধারাবাহিকের মাধ্যমে অনেক দিন পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। ১১ অক্টোবর জন্মদিন কী ভাবে পালন করলেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২০:৫৬
Share:

কী কী উপহার পেলেন সৌরভ চক্রবর্তী? ছবি: সংগৃহীত।

শুটিংয়ের চাপে নিজের জন্মদিন প্রায় ভুলতে বসেছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। কিন্তু সহকর্মী, পরিবার আর অনুরাগীদের জন্য তা আর হল না। রাত ২টো পর্যন্ত শুটিং তার পর আবার ভোর থেকে কাজ। কিন্তু এর ফাঁকেই চার নম্বর কেক কেটে ফেলেছেন। এই জন্মদিনে কি নতুন প্রেম এল সৌরভের জীবনে?

Advertisement

অভিনেতা যদিও আপাতত কাজের প্রেমে মশগুল। সৌরভ বললেন, “প্রেম করলে তো বলেই দিতাম। প্রেমের খোঁজে থাকা ভাল। কিন্তু প্রেমে থাকা আর প্রেমিকা খোঁজার মধ্যে পার্থক্য আছে। হলে নিশ্চয়ই বলব। আপাতত আমি শুধু লক্ষ্মীঝাঁপি নিয়ে ব্যস্ত। কিন্তু আজ জন্মদিন বলে অর্ধেক দিনের ছুটি পেয়েছি।”

রাতে ধারাবাহিকের সেটেই হয়েছে কেক কাটা। সবাইকে এ দিন বিরিয়ানি খাইয়েছেন নায়ক। আর কী কী প্রাপ্তি হল তাঁর জন্মদিনে? শুভস্মিতা অর্থাৎ পর্দার ‘ঝাঁপি’ উপহার দিয়েছেন সুগন্ধি। উপহারে ঘড়িও পেয়েছেন। নায়ক যোগ করেন, “সুগন্ধি দিয়ে আবার আমার থেকে এক টাকাও নিয়েছে আমার নায়িকা।” যদিও এত কিছুর মধ্যে মায়ের হাতের পায়েস মিস্‌ করেননি অভিনেতা। পায়েস আর ইলিশ সহযোগে জন্মদিনের খাওয়া-দাওয়া ভালই হয়েছে তাঁর। রাতে কাছের বন্ধুরা কী পরিকল্পনা করেছে এখনও তাঁর জানা নেই। সৌরভের আশা ভাল কিছু প্রাপ্তিই হবে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement