Varun Dhawan

‘কেন এই ভেদাভেদ’, কুমারীপুজোয় বালিকাদের খাওয়াতে গিয়ে কেন কটাক্ষের শিকার বরুণ?

নবরাত্রির একটি বিশেষ রীতি কুমারীপুজো। এই নিয়ম অনুযায়ী, বাড়িতে কুমারীদের নিমন্ত্রণ জানিয়ে খাওয়ানো হয়। বরুণও তাই করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১১:০৯
Share:

বিতর্কে বরুণ ধবন। ছবি: সংগৃহীত।

বিতর্কে বরুণ ধবন। নবরাত্রি উপলক্ষে কুমারীপুজোর অংশ হিসেবে নিজের বাড়িতে কয়েক জন বালিকাকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন অভিনেতা। তাদের সঙ্গে নিজেও খাচ্ছিলেন বরুণ। সেখান থেকেই পাল্টা কটাক্ষের মুখে পড়েছেন বলি তারকা।

Advertisement

নবরাত্রির একটি বিশেষ রীতি কুমারীপুজো। এই নিয়ম অনুযায়ী, বাড়িতে কুমারীদের নিমন্ত্রণ জানিয়ে খাওয়ানো হয়। বরুণও তাই করেছিলেন। কয়েকজন বালিকাকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতেই খেতে বসেছিলেন তিনি। ভাগ করে নিয়েছিলেন সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে, মেঝেতে পাত পেড়ে খাচ্ছেন বরুণ ও বাচ্চারা। কিন্তু নেটাগরিকের চোখ কিছুই এড়ায় না। তাঁরা লক্ষ করেন, বরুণ নিজে একটি স্টিলের থালায় খাচ্ছেন। আর বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে কাগজের থালায়। কেন এই ভেদাভেদ, প্রশ্নের মুখে পড়েছেন বরুণ। নেটাগরিকের প্রশ্ন, “কেন একই থালায় খাচ্ছেন না সকলে? এই ভেদাভেদ তো ঠিক নয়। এ সবই দেখানোর জন্য আপনারা করেন।”

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বরুণের ছবি ‘সনী সংস্কারী কী তুলসী কুমারী’। তাই একদল নিন্দকদের দাবি, নিজেকে ‘সংস্কারী’ প্রমাণ করানোর জন্য বাড়িতে কুমারীপুজোর আয়োজন করেছেন তিনি। এই সবের মধ্যে নেটাগরিকের চোখে পড়েছে আরও একটি বিষয়। দেখা যাচ্ছে, বরুণের স্টিলের থালার একটি দিকে সামান্য ফাটল রয়েছে। এই কারণেও বলি তারকাকে খোঁচা দিয়েছেন অনেকে। একজন লিখেছেন, “ভাঙা থালায় খেতে নেই। আর আপনি এমন একটা পবিত্র রীতি পালন করছেন ভাঙা থালায়!” আর একজন লিখেছেন, “ভাঙা থালায় কন্যা ভোজন করছেন। এত টাকা বাঁচিয়ে রেখে করবেন কী!” তবে মন্তব্যে কোনও কান দেননি বরুণ নিজে।

Advertisement

উল্লেখ্য, নতুন ছবিতে জাহ্নবী কপূরের সঙ্গে জুটি বেঁধেছেন বরুণ। অভিনয়ের জন্য প্রশংসাও পাচ্ছেন। ছবিতে সান্য মলহোত্র ও রোহিত সরাফও রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement