Aditi Rao Hydari

‘হঠাৎ আমার পেটে কেউ হাত দিল’, মন্দিরে শাড়ি পরেও ভয়াবহ অভিজ্ঞতার শিকার অদিতি

কেরলের এক মন্দিরে গিয়েছিলেন অদিতি। সেই মন্দিরে কেবল শাড়ি পরেই মহিলারা প্রবেশ করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৫:৩০
Share:

ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অদিতি রাও হায়দারি। ছবি: সংগৃহীত।

ট্রেনে-বাসে বা রাস্তা ঘাটে যৌন হেনস্থার অভিজ্ঞতা প্রায় প্রত্যেক মহিলারই রয়েছে। কিন্তু অদিতি রাও হায়দারি মন্দিরের মধ্যে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। তখন অদিতির বয়স মাত্র ১৫। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

Advertisement

বলিউডের অতি পরিচিত মুখ অদিতি। মার্জিত ভাবমূর্তির জন্য তাঁর অনুরাগীর সংখ্যাও অনেক। তাই বর্তমানে তাঁর এখন শক্ত ভিত বলিউডে। কিন্তু একটা সময়ে চার পাশে কোনও নিরাপত্তারক্ষী থাকত না। আর পাঁচজন সাধারণ মহিলার মতোই ছিল তাঁর যাতায়াত। তাই রাস্তাঘাটে আপত্তিকর ইঙ্গিতের অভিজ্ঞতা তাঁরও হয়েছে। কিন্তু মন্দিরের মতো স্থানে যৌন হেনস্থার ঘটনা আজও তাড়া করে বেড়ায় অদিতিকে।

কেরলের এক মন্দিরে গিয়েছিলেন অদিতি। সেই মন্দিরে একটি নিয়ম ছিল। শাড়ি পরেই মহিলারা প্রবেশ করতে পারবেন সেখানে। অদিতি বলেছেন, “আমার তখন মাত্র ১৫ বছর বয়স। কেরলের একটি মন্দিরে গিয়েছিলাম। আমরা সকলেই শাড়ি পরে মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম।”

Advertisement

মন্দিরের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অদিতি। অভিনেত্রী বলেন, “হঠাৎ মনে হল কেউ আমার পেটে হাত দিচ্ছে। পর পর তিন চার বার সেই স্পর্শ অনুভব করলাম।” হেনস্থাকারীকে সেই দিন কী ভাবে শায়েস্তা করেছিলেন, তা-ও জানান অভিনেত্রী। অদিতির কথায়, “আমি সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকাই এবং লোকটার হাত চেপে ধরি। তার পরে ওর গালে কষিয়ে চড় মারি। লোকটা ভয় পেয়ে বলতে শুরু করে, ‘কী করেছি আমি!’ লোকটাকে সেই দিন এমন শিক্ষা দিয়েছিলাম, ওর সারা জীবন মনে থাকবে।”

অদিতিকে অভিনয়ে শেষ দেখা গিয়েছে সঞ্জয় লীলা ভন্সালীর ওয়েব সিরিজ় ‘হীরামন্ডি’-তে। সেই সিরিজ়ে তাঁর অভিনীত বিব্বোজান নজর কেড়েছিল দর্শকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement