Adrija Roy's Birthday Celebration

এ বছর তো হল না, আগামী জন্মদিনে যেন ইচ্ছাপূরণ হয়! অদ্রিজার কোন স্বপ্নপূরণ এখনও বাকি?

জন্মদিনে বাড়ির বা শহরের বাইরে থাকতেই বেশি পছন্দ করেন অদ্রিজা। কেন? এ বছর কী করলেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৭:৩৯
Share:

তাইল্যান্ডে জন্মদিনে অদ্রিজা রায়। সঙ্গী দেবচন্দ্রিমা সিংহ রায়। ছবি: ইনস্টাগ্রাম।

সামনে লাল টুকটুকে কেক। অদ্রিজা রায় নিজেও সেজেছেন লাল গাউনে। শুক্রবার জীবনের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। এ দিন অভিনেত্রীর জন্মদিন। বন্ধু দেবচন্দ্রিমা সিংহ রায় আর ভাই রনিকে নিয়ে তিনি তাইল্যান্ড উড়ে গিয়েছেন। ফুকেত ঘুরে বৃহস্পতিবার পা রেখেছেন চিয়াংমাই শহরে। সেখানেই মধ্যরাত থেকে উদ্‌যাপন শুরু।

Advertisement

“আমার জন্মদিন মানে এক সপ্তাহের উল্লাস।” আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই হাসতে হাসতে রসিকতায় মাতলেন অদ্রিজা। লীনা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’য় অভিনয় করছেন তিনি। শুটিং থেকে কয়েক দিনের ছুটি নিয়ে তাই উড়ে গিয়েছেন তিনি। প্রতি বছরই যেমন যান।

জন্মদিনে বাড়ি বা নিজের শহর থেকে দূর থাকতে ইচ্ছা করে? কৌতূহল প্রকাশ করতেই অন্য রকম জবাব দিলেন অদ্রিজা। বললেন, “জুলাই মানে বর্ষাকাল। আমার জন্মমাস। কিন্তু বাড়ি বসে বৃষ্টি দেখতে একটুও ভাল লাগে না। মনে হয়, ওই একটা দিন যদি একটু রোদ ঝলমলে হয় তা হলে মনটা ভাল হয়ে যায়।” শহরে বা বাড়িতে থাকলে বৃষ্টি এড়ানোর উপায় নেই। তাই শহরের বাইরে বা দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। যেমন, কলকাতায় এখন রোজ বৃষ্টি। তাইল্যান্ডে প্রচণ্ড গরম, জানালেন তিনি।

Advertisement

মাত্র পঁচিশেই নাম, যশ, খ্যাতি, অর্থ মুঠোবন্দি তাঁর। এ বার কি একা থেকে দোকা হবেন?

সূদূর তাইল্যান্ডে বসে হেসে ফেলেছেন অদ্রিজা। বলেছেন, “এই একটা ইচ্ছাই এখনও অপূর্ণ। প্রার্থনা করুন, আগামী বছরের জন্মদিনে যেন প্রেমিকের সঙ্গে বিদেশ যেতে পারি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement