Entertainment News

রোম্যান্টিক ভিডিও শেয়ার করলেন ঐশ্বর্যা, কিন্তু সঙ্গে কে?

মেকআপ রুমে গৌরব-ঐশ্বর্যার মজার ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় পছন্দ করছেন অনুরাগীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৭
Share:

ঐশ্বর্যা সেন। ছবি: ঐশ্বর্যার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

ঐশ্বর্যা সেনকে চেনেন? টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘শুভ দৃষ্টি’র অভিনেত্রী ঐশ্বর্যা এখন বাঙালি টেলিভিশন দর্শকের কাছে পরিচিত মুখ। তিনি সোশ্যাল মিডিয়ায় সদ্য শেয়ার করেছেন একটি রোম্যান্টিক ভিডিও। কিন্তু ঐশ্বর্যার সঙ্গে কে ছিলেন জানেন?

Advertisement

না! এর মধ্যে কোনও গসিপ নেই। কারণ ঐশ্বর্যাকে সঙ্গ দিয়েছেন তাঁর অনস্ক্রিন নায়ক গৌরব রায়। ‘শুভ দৃষ্টি’র এই জুটি দর্শকের পছন্দের তালিকার প্রথম সারিতেই রয়েছেন। তাঁদের অভিনয়ও বিভিন্ন মহলে প্রশংসিত।

ধারাবাহিকের গল্প অনুযায়ী শুভ (গৌরব) বেশ রাগী মানুষ। অন্যদিকে তাঁর স্ত্রী দৃষ্টি (ঐশ্বর্যা) স্বামীর প্রতি সব কর্তব্যই করেন হাসিমুখে। কিন্তু দু’জনের প্রতি দু’জনের ভালবাসা কেউ প্রকাশ্যে স্বীকার করতে চান না।

Advertisement

আরও পড়ুন, ‘রং নম্বর’-এর ফাঁদে সায়নী-সৌরভ

মেকআপ রুমে গৌরব-ঐশ্বর্যার মজার ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় পছন্দ করছেন অনুরাগীরা। অফস্ক্রিনেও এই দুই অভিনেতা ভাল বন্ধু। সেই বন্ধুত্ব ধরা পড়েছে ভিডিওতেও।

Kal bhi meri na thi tu.... Na hogi tu kal Meri aaj hai......😊😊 #reelcouple #beetweentheshoots

A post shared by Aishwarya Sen (@aishnachat) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement