Anamika-Uday Pratap Marriage Anniversary

‘মাঝে মাঝে মনে হয় ডিভোর্স...’, বিয়ের দু’বছরের পূর্তিতে কী বললেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী?

অভিনেত্রী অনামিকা চক্রবর্তী অনেক দিন হল ছোট পর্দা থেকে দূরে। ব্যক্তিগত জীবনে তিনি এখন খুব খুশি। তাঁর সমাজমাধ্যমের পোস্ট তেমনই আভাস দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৪:৩২
Share:

বিবাহবার্ষিকীতে আবেগপ্রবণ অনামিকা। ছবি: সংগৃহীত।

এক ছাদের তলায় ২৪ মাস এক সঙ্গে। তিন বছর প্রেম পর্বের পরে দু’বছরের দাম্পত্য। যত দিন যাচ্ছে তাঁদের প্রেম ততই গাঢ় হচ্ছে। এ কথা অনেক সময়েই বলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। ২৮ জুন বিয়ের দু’বছর পূর্তি তাঁদের। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে প্রেমিক উদয়প্রতাপ সিংহকে বিয়ে করেন অভিনেত্রী। তাঁদের বিয়েতে ছিল না আড়ম্বর। বরং একেবারে ঘরোয়া ভাবে বিয়ে করেন তাঁরা। গত দু’বছর কখনও পরস্পরকে ভরিয়েছেন ভালবাসায়, আবার কখনও হয়েছে মতের অমিল। প্রেম, হাসি, কান্নায় এক সঙ্গে দু’বছর কাটিয়ে ফেলেছেন তাঁরা। বিবাহবার্ষিকীর দিন খুবই আবেগপ্রবণ অনামিকা। উদয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে কখনও তাঁকে কোলে চাপিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন স্বামী উদয়। কখনও আবার বরফের গোলা নিয়ে খেলায় ব্যস্ত স্বামী-স্ত্রী।

Advertisement

বিবাহবার্ষিকীতে মিষ্টি একটি ভিডিয়ো পোস্ট করে অনামিকা লিখলেন, “তিন বছরের প্রেম, দু’বছরের দাম্পত্য—রোমাঞ্চকর যাত্রা আমাদের। কত কত ঝগড়া করেছি। মনে হয়েছে এই বিচ্ছেদ হয়ে যাবে। কিন্তু, তার পর সব বিবাদ মিটিয়ে কাছে এসেছি। আসলে পরস্পরকে ছেড়ে থাকা আমাদের জন্য খুব কঠিন। তোমায় খুব ভালবাসি।” এই মুহূর্তে অনামিকাকে পর্দায় দেখা না গেলেও উদয়কে প্রতি দিন দেখেন দর্শক। তবে অনেক দিন হল পর্দা থেকে দূরে অনামিকা। সেই প্রশ্নের সম্মুখীন মাঝে মাঝেই হতে হয় অভিনেত্রীকে।

অনামিকার কর্মজীবন খানিকটা স্তিমিত হয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে ব্যক্তিগত জীবনে তিনি খুশি। বিয়ে করেছেন। সংসার হয়েছে। স্বামী উদয়প্রতাপের ‘পরিণীতা’ ধারাবাহিক টিআরপি রেটিং অনুযায়ী এই মুহূর্তে সেরা পাঁচ ধারাবাহিকের অন্যতম। এক সময় পার্শ্বচরিত্রে অভিনয় করতেন উদয়। এখন নায়কের চরিত্রে তিনি। এ দিকে খানিক উল্টো অনামিকার কেরিয়ার। কাজের পরিমাণ কমেছে তাঁর। এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেন, ‘‘বাড়িতে বসে থাকতে একঘেয়ে লাগে, যে কাজটা ১১ বছর ধরে করে আসছি সেখানে সুযোগ না পেলে খারাপ লাগে। তবে আমার পোষ্য রয়েছে, ওকে নিয়ে সময় কেটে যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement