Anamika Chakraborty

স্বামীর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, এগারো বছর অভিনয় করেও হাতে কাজ নেই কেন অনামিকার?

শেষ নায়িকা হিসাবে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে দেখেছিলেন দর্শক। নয় নয় করে ১১টা বছর পার করে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। তা-ও কাজ পাচ্ছেন না!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ২১:০৮
Share:

অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

কিশোরীবেলা থেকেই টেলিভিশনে কাজ করেছেন। অসংখ্য হিট ধারাবাহিক রয়েছে তাঁর ঝুলিতে। প্রায় ১১ বছর হল ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। সে সব ধারাবাহিকের টিআরপিও কম ছিল না। তবু হাতে কাজ নেই, আক্ষেপ অনামিকার। কিন্তু কেন কাজ পাচ্ছেন না তিনি?

Advertisement

প্রায় পাঁচ বছর হয়ে গেল। নায়িকা হিসাবে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে দেখা গিয়েছিল শেষ বার। ২০২০ সালে সম্প্রচারিত হয়েছিল ধারাবাহিকের শেষ পর্ব। তার পর ‘সান বাংলা’-র একটি ধারাবাহিকে নায়িকাকে দেখা গেলেও তা খুব একটা প্রভাব ফেলেনি অভিনেত্রীর কেরিয়ারে। অনামিকার কর্মজীবন খানিকটা স্তিমিত গিয়েছে। তবে এই মুহূর্তে ব্যক্তিগত জীবনে তিনি খুশি। বিয়ে করেছেন। সংসার হয়েছে। স্বামী উদয় প্রতাপ সিংহের ‘পরিণীতা’ ধারাবাহিক টিআরপি রেটিং অনুযায়ী এই মুহূর্তে সেরা পাঁচ ধারাবাহিকের অন্যতম। এক সময় পার্শ্ব চরিত্রে করতেন উদয়। এখন নায়কের চরিত্রে তিনি। এ দিকে খানিক উল্টো অনামিকার কেরিয়ার। কাজের পরিমাণ কমেছে তাঁর। অনামিকা বলেন, ‘‘বাড়িতে বসে থাকতে একঘেয়ে লাগে, যে কাজটা ১১ বছর ধরে করে আসছি সেখানে সুযোগ না পেলে খারাপ লাগে। তবে আমার পোষ্য রয়েছে, ওকে নিয়ে সময় কেটে যায়।"

কারও কাছে কাজ চাইতে কুণ্ঠা নেই অভিনেত্রীর। কিন্তু, পাননি। অকপটে জানিয়েছেন অনামিকা। আবার এ কথাও বিশ্বাস করেন এই কাজ না পাওয়ায় তাঁর কোনও দায় নেই। তিনি বলেন, "জানি না আর কী ভাবে কাজ চাওয়া যায়!’’

Advertisement

স্বামীর সাফল্যে অবশ্য খুশি অভিনেত্রী। অনামিকার কথায়, ‘‘পাঁচ বছর ধরে অনেক পরিশ্রম করেছে ও। আমি খুশি ওর ধারাবাহিক জনপ্রিয়তা পাচ্ছে। আমার থেকে অনেকে বেশি উপার্জন করে উদয়। তবে আমি নিজের খরচ নিজে চালিয়ে নিতে পারি। সে রোজগার আমার আছে।’’

এই মুহূর্তে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংও করেছেন অনামিকা। বাড়তি জোর দিয়েছেন সেখানে। তবে তিনি বলেছেন, "ভ্লগিং যে শুধু আয়ের জন্য করি, তা নয়। আমার ভাল লাগে বলেই করি।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement