জেল থেকে ছাড়া পেতেই সুখবর দিলেন নোবেল! ছবি: সংগৃহীত।
কিছু দিন আগে বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেলের বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক তরুণী। তার ভিত্তিতেই সংশোধনাগারে যেতে হয়েছিল নোবেলকে। আবার আদালতের নির্দেশে অভিযোগকারিণীকেই ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারের প্রধান ফটকে বিয়ে করেন গায়ক।
দিন পাঁচেক আগেই এই বিয়ের কথা জানা গিয়েছিল। এ বার জানা গেল নোবেলের বাবা হওয়ার খবর। আপাতত নোবেল জামিনে মুক্ত।
গত কয়েক বছর ধরেই নানা মামলায় জড়িয়েছেন নোবেল। নাম জড়িয়েছে একাধিক বিবাহ, প্রতারণা, গার্হস্থ্য হিংসার মতো অভিযোগে। মাত্র কয়েক মাস আগেই তিনি নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু তার পরেই ফের গ্রেফতার হন। অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগে নোবলেকে গ্রেফতার করে স্থানীয় ডেমরা থানার পুলিশ। গত ২০ মে থেকে সংশোধনাগারে ছিলেন নোবেল। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক তরুণী। গ্রেফতার হওয়ার পর সেই মহিলাকে নিজের স্ত্রী বলে দাবি করেন গায়ক। যদিও বিবাহ সংক্রান্ত নথি তিনি আদালতে দাখিল করতে পারেননি।
অভিযোগ, গত নভেম্বরে ওই মহিলাকে নিজের স্টুডিয়ো দেখানোর নাম করে ডেকে নিয়ে যান নোবেল। তার পর তাঁর উপর অত্যাচার করা হয়। এমনকি, পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই তরুণীর মোবাইল কেড়ে নেওয়া হয়। বর্তমানে অবশ্য অভিযোগকারিণী সেই মহিলাই নোবেলের বর্তমান স্ত্রী।
এর আগেও একাধিক বিয়ে করেছেন এই গায়ক। সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। এ বার গুঞ্জন গায়ক নাকি বাবা হচ্ছেন! যদিও এই বিষয়ে গায়কের তরফে কোনও বিবৃতি মেলেনি।