Sunjay Kapur Death

১০০ বছর বাঁচতে চেয়েছিলেন, আগামী ১০ বছরের জন্য কী পরিকল্পনা ছিল সঞ্জয় কপূরের?

প্রায় ৩৯,০০০ হাজার কোটি টাকার কোম্পানির কর্ণধার। তিনি নাকি বাঁচতে চেয়েছিলেন ১০০ বছর। আগামী ১০ বছরের পরিকল্পনাও সাড়া ছিল সঞ্জয়ের!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ২০:০৬
Share:

কী পরিকল্পনা ছিল সঞ্জয়ের? ছবি: সংগৃহীত।

গত ১২ জুন লন্ডনে পোলো খেলতে খেলতে আকস্মিক মৃত্যু হয় সঞ্জয় কপূরের। তিনটে বিয়ে তাঁর। অভিনেত্রী করিশ্মা কপূরকে বিয়ের পর সব চেয়ে বেশি চর্চা হয় তাঁকে নিয়ে। দীর্ঘ দাম্পত্য জীবনের পর সঞ্জয়ের নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন করিশ্মা। তবে প্রাক্তন স্বামীর শেষকৃত্য, স্মরণসভা সবেতেই উপস্থিত ছিলেন তিনি। সোনা কমস্টার সংস্থার মালিক ছিলেন সঞ্জয়। প্রায় ৩৯,০০০ হাজার কোটি টাকার কোম্পানির কর্ণধার। তিনি না কি বাঁচতে চেয়েছিলেন ১০০ বছর। আগামী ১০ বছরের পরিকল্পনাও না কি সাড়া ছিল তাঁর।

Advertisement

মৃত্যুর মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘‘আমি দুর্দান্ত পরিকল্পনা করতে পারি। অক্টোবরে, আমি নিজের জন্য একটি ১০ বছরের পরিকল্পনা লিখেছিলাম; লক্ষ্য নয়, বরং যে সব বিষয়ের উপর আমি মনোযোগ দেব সেটা লিখেছিলাম। সেটা কাজের ব্যস্ততা হোক বা কাজের বাইরের ব্যস্ততা। আমার অনেক অ-কাজের প্রতিশ্রুতি আছে। আমি কী করব এবং কী করব না সে সম্পর্কে আমি খুব স্পষ্ট। খেলাধুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য এবং ফিটনেস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি পোলো খেলি, আমি একটি দল পরিচালনা করি। আমি যতবার সম্ভব খেলি। তবে, আমার কাছে আমার পরিবারকে সময় দেওয়াটাও গুরুত্বপূর্ণ। যখন আমি আমার ১০ বছরের পরিকল্পনা তৈরি করি, তখন আমি আসলে কাজের সঙ্গে সম্পর্কিত এবং কাজের সঙ্গে সম্পর্কিত নয়, সবই লিখি। আমি আগামী দিনে কী করব তা সংজ্ঞায়িত করার জন্য ২০২৫ সালকে সামনে রেখেছিলাম। আমি এমন ব্যক্তি নই কাজ ছাড়া থাকতে পারি না। নিজের মর্জির মালিক হওয়া একটি দুর্দান্ত বিলাসিতা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement