(বাঁ দিকে) আমির খান। ফাতিমা সানা শেখ। ছবি: সংগৃহীত।
কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গৌরী স্প্র্যাটের প্রেমে পড়েন আমির খান। একেবারে চোখে হারাচ্ছেন প্রেমিকাকে। যদিও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বছরদুয়েক অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কের খবর শোনা গিয়েছিল আমিরের। অভিনেতার মেয়ে আইরা খানের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল তাঁর। আমিরের বাড়িতেও যাতায়াত ছিল ফাতিমার। যদিও গৌরী জীবনে আসার পর থেকে ফাতিমার সঙ্গে সম্পর্কে যবনিকা টানেন অভিনেতা। ও দিকে, সেই সময় আরও এক সম্পর্ক ভাঙে। বিচ্ছেদের দিনকয়েক আগেও তাঁরা পরস্পরকে চোখে হারাতেন! আচমকাই ভাঙে সম্পর্ক। শোনা যাচ্ছে, তমন্না ভাটিয়া এখন অতীত। বিজয় বর্মার জীবনে উঁকি দিয়েছে নতুন বসন্ত। শোনা যাচ্ছে, আমির খানের প্রাক্তনে মজেছেন অভিনেতা। বলিপাড়ায় গুঞ্জন, অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েছেন বিজয়। আমিরের প্রাক্তনের প্রেমে হাবু়ডুবু খাচ্ছেন বিজয়। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এক সঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। এ বার বিজয়ের সঙ্গে প্রেম প্রসঙ্গে উত্তর দিলেন ফাতিমা।
সম্প্রতি ‘ইন দিনো মেট্রো’ ছবির সাংবাদিক সম্মেলেনে তাঁর জীবনে নতুন প্রেমের ইঙ্গিত সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘‘আমি একেবারে ‘সিঙ্গল’। ভাল ছেলে আজকাল আর কোথায়?’’ ফাতিমার সঙ্গে বিজয়ের যতটাই সম্পর্কের গুঞ্জন শোনা যাক না কেন, বিজয়-তমন্না এখনও যে পরস্পরের সান্নিধ্য পেতে চান, তার প্রমাণ এ বছরের দোল উৎসব। তাঁরা আলাদা ভাবে রঙের উৎসবে নিজেদের রাঙিয়েছেন। একই বাড়িতে একই পরিবারের সদস্যদের সঙ্গে উদ্যাপনে মেতেছিলেন। রবীনা টন্ডনের বাড়িতে তাঁর মেয়ে রাশার সঙ্গে চুটিয়ে রং খেলেছেন তাঁরা। কিন্তু আলাদা আলাদা ভাবে। সম্পর্কে তিক্ততা থাকলে একই বাড়িতে উভয়ে উপস্থিত থাকতেন না। বিচ্ছেদের পরেও বিজয়ের জ্যাকেট গায়ে জড়িয়ে ঘুরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।