Hardik Pandya

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর এষার সঙ্গে ঘনিষ্ঠতা শুরু! হার্দিকের সঙ্গে কতটা গভীর সম্পর্ক অভিনেত্রীর?

ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে তাঁর প্রেমের চর্চা। এর মাঝে প্রকাশ্যে এল আরও এক তথ্য। একা জেসমিন নন, হার্দিক একই সঙ্গে প্রেমে পড়েন অভিনেত্রী এষা গুপ্তের!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৪:২১
Share:

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর এষার সঙ্গে কত দূর প্রেম গড়িয়েছে হার্দিকের? গ্রাফিক-আনন্দবাজার ডট কম।

বিচ্ছেদের পথে হেঁটেছেন হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচ। বছরখানেক হল, তাঁরা আলাদা। মানুষ হিসাবে হার্দিক নাকি বড্ড বেশি আত্মকেন্দ্রিক, সে কারণেই সম্পর্ক ভাঙে তাঁদের। এমনই জানা গিয়েছিল।

Advertisement

যদিও নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই একাধিক প্রেমের খবর ছড়িয়েছে হার্দিকের নামে। প্রথম থেকেই ভারতীয় এই ক্রিকেটারের প্রেমিকসুলভ আচরণের জন্য ‘সুনাম’ রয়েছে। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

এ বার তার মধ্যেই প্রকাশ্যে এল আরও এক তথ্য। একা জেসমিন নন, হার্দিক একই সঙ্গে সম্পর্ক রাখছেন অভিনেত্রী এষা গুপ্তের সঙ্গেও।

Advertisement

‘জন্নত ২’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউড সফর শুরু করেছিলেন এষা। তার পর থেকে ‘রাজ় ’, ‘রুস্তম’, ‘চক্রব্যূহ’-এর মতো নানা ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এখন আর খুব বেশি ছবিতে দেখা যায় না তাঁকে। তবে, ওটিটি-র কাজ নিয়মিত করছেন। সূত্রের খবর, এষার সঙ্গে মাসখানেক প্রেমপর্ব চলে হার্দিকের। সে কথা এ বার প্রায় স্বীকারও করে নিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা বলেছেন, “হ্যাঁ কয়েক মাস আমরা কথাবার্তা বলেছি, ভেবেছিলাম ‘কিছু’ হলেও হতে পারে। কিন্তু তেমন ‘কিছু’ হওয়ার আগেই সম্পর্কটা ভেঙে যায়।”

কী কারণে এত অল্প সময়ে একের অপরের প্রতি আগ্রহ হারান তাঁরা? এষা বলেন, “আমরা বেশ কয়েক বার দেখা করেছিলাম ঠিকই, কিন্তু নিমেষেই সেই ভাল লাগা উবে যায়। হয়তো সময় ছিল না আমাদের, আমাদের বোঝাপড়াও ঠিক ছিল না। প্রেমটা শেষ অবধি হয়নি, তা বলে কোনও রাগ নেই।” এষা অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, হার্দিকের সঙ্গে এখন আর তাঁর কোনও যোগাযোগ নেই।

২০১৯ সালে কর্ণ জোহরের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে এসে যখন হার্দিক মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, তখন এষা তাঁর মানসিকতার তীব্র নিন্দা করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement