Sonakshi Sinha

‘রাগ পুষে রাখার নাটকে বিশ্বাস করি না’, ভিন্ ধর্মে বিয়ে করে সত্যিই দুই দাদার অপ্রিয় হয়ে উঠেছেন সোনাক্ষী?

সোনাক্ষীর বিয়ের পর থেকে চাপানউতোর চলছে সিন্হা পরিবারে। তাঁর বিয়েতে দাদার অনুপস্থিতি প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৯:৫৫
Share:

দুই দাদাকে নিয়ে কী বললেন সোনাক্ষী? ছবি: সংগৃহীত।

তাঁদের বিয়ে নিয়ে বিতর্কের শেষ নেই। একটা বছর প্রচুর ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদের। বিশেষ করে নায়িকাকে। আট বছর প্রেম পর্বের পর ভিন্ ধর্মে বিয়ে। তাঁদের বিয়েকে ‘লভ জিহাদ’ তকমা দেওয়ার চেষ্টা করেছেন অনেকে। সোনাক্ষীর নিজের বাড়িতেও এই নিয়ে কম সমস্যা হয়নি। গুঞ্জন, তাঁর দুই দাদা লব এবং কুশ সিংহ উপস্থিত থাকেননি বোনের বিয়েতে। যদিও দাদা কুশ বিষয়টিকে পুরোটাই গুজব বলে আখ্যা দিয়েছেন। এত কিছুর মধ্যে কী ভাবছেন সোনাক্ষী? ধর্ম কি অন্তরায় হয়ে দাঁড়াল ভাই-বোনের সম্পর্কে?

Advertisement

ভাইবোনেদের মধ্যে সবচেয়ে ছোট সোনাক্ষী। তাই বাবা-মায়ের কাছ থেকে একটু বেশিই ভালবাসা ও আহ্লাদ পেয়েছেন অভিনেত্রী। এই সব দেখে নাকি লব ও কুশের বেশ হিংসে হত। সোনাক্ষী বলেছেন, “পরিবারে আমি সবচেয়ে ছোট। বাড়ির একমাত্র মেয়ে। তাই সবচেয়ে বেশি আহ্লাদ তো আমিই পেয়েছি। এই সব দেখে ভাইদের খুব হিংসে হত। তাই ওরা আমাকে খুব মারত।” যদিও সোনাক্ষীর বিয়ের পর থেকে চাপানউতোর চলছে সিন্হা পরিবারে। তাঁর বিয়েতে দাদার অনুপস্থিতি প্রসঙ্গে বলেন, ‘‘আমি লোকের প্রতি রাগ পুষে রাখা, এ সব নাটকে বিশ্বাস করি না। আমি ভালবাসায় আদান-প্রদানে বিশ্বাস করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement