Ananya Guha

‘অল্প বয়সে অতিরিক্ত পাকা’, কটাক্ষে বিদ্ধ অনন্যা গুহ, কম বয়সে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতে সটান জবাব অভিনেত্রীর

অভিনেত্রী অনন্যা গুহ বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। সেই সঙ্গে পুরোদমে ভ্লগ তৈরি করেন তিনি। আগামী মার্চে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২০:২৩
Share:

কী জবাব অনন্যা গুহর? ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যম জুড়ে অভিনেত্রী অনন্যা গুহর প্রাক্‌-বিয়ের উদ্‌যাপনের ছবি। কখনও আইবু়ড়ো ভাত খাওয়ার ছবি। কখনও আবার বিদেশি কায়দায় ‘ব্যাচেলরেট’-এর ছবি। এই ছবিতেও অভিনেত্রীকে বিঁধতে ছাড়েনি অনেকেই। সমালোচনায় বিদ্ধ অনন্যা। সকলেরই প্রশ্ন, এই যুগে কেন ২১ বছরে বিয়ে করছেন তিনি?

Advertisement

বিয়ের কেনাকাটা ইতিমধ্যেই শুরু করেছেন অভিনেত্রী। ইউটিউব, ফেসবুক ভ্লগের দৌলতে প্রায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। পাত্রও সকলের চেনা। বিয়ের গয়না কেনা থেকে বাকি কেনাকাটার ভিডিয়োও ভাগ করে নিয়েছেন অনন্যা। তাতেই বিরক্ত দর্শক। অনেকে লিখেছেন, “অল্প বয়সে অতিরিক্ত পাকা।”

এ প্রসঙ্গে কী বক্তব্য অনন্যার? অভিনেত্রী বললেন, “সুকান্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর এক সপ্তাহের মাথায় বুঝতে পেরেছিলাম, আমার জন্য এই মানুষটিই সঠিক। আর যাঁরা বেশি বয়সে বিয়ে করার কথা বলছেন, তাঁরা হয়তো কম বয়সে ঠিক মানুষ খুঁজে পাননি তাই বলছেন। আর বিয়েটা আমার কাছে দায়িত্ব নয়। বরং দুই বন্ধুর একসঙ্গে থাকা, মজা করা।” অনেক ছোটবেলা থেকে অভিনয় করেন অনন্যা। দায়িত্ব নেওয়ার অভ্যাস সেই ছোটবেলায়। তাই কম বয়সে বিয়ে করা নিয়ে যাঁরা কটাক্ষ করছেন তাঁদের জন্য অনন্যার বার্তা, “আমি কারও কথায় গুরুত্ব দিতে রাজি নই।” ২০২৬ সালে মার্চ মাসে বিয়ে অনন্যার। শীঘ্রই শুরু করবেন নতুন ধারাবাহিকের শুটিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement