Kusha Kapila

নেটপ্রভাবীদের ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ! কৌতুকশিল্পীর উপর ক্ষোভ উগরে দিয়ে কী বললেন কুশা?

কুশার দাবি, কৌতুকশিল্পী ঠিক যেই প্রতিক্রিয়ার প্রত্যাশা নিয়ে এই মন্তব্য করেছিলেন, সেই প্রতিক্রিয়াই পাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৯:৪৮
Share:

কৌতুকশিল্পীর বিরুদ্ধে রেগে আগুন কুশা। ছবি: সংগৃহীত।

যৌনকর্মীদের সঙ্গে নেটপ্রভাবীদের তুলনা টেনে বিপাকে ফের এক কৌতুকশিল্পী। প্রকাশ্যে মঞ্চে নেটপ্রভাবীদের নিয়ে মশকরা করার অভিযোগ কৌতুকশিল্পী কবিরাজ সিংহের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে ফুঁসে উঠলেন নেটপ্রভাবী তথা অভিনেত্রী কুশা কপিলা।

Advertisement

কবিরাজের মন্তব্য সমাজমাধ্যমে ভাইরাল। ভিডিয়োতে দেখা গিয়েছে, যৌনকর্মী বলে নেটপ্রভাবীদের খোঁচা দিয়েছেন তিনি। সেই ভিডিয়ো দেখে হাসির রোল ওঠে দর্শকাসনে বসা অতিথিদের মধ্যে। কিন্তু সমাজমাধ্যম বিষয়টি মোটেই ভাল ভাবে নেয়নি। কুশা তাঁর সমাজমাধ্যমে লেখেন, “আমি কি বিরক্ত? আমি কি এটা দেখে চমকে গিয়েছি? না। যৌনকর্মী শব্দ মহিলাদের জন্য সমাজমাধ্যমে আজকাল খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে। আমরা এই ধরনের মন্তব্য বহু বার শুনেছি। বহু বার।”

কুশার দাবি, কৌতুকশিল্পী ঠিক যেই প্রতিক্রিয়ার প্রত্যাশা নিয়ে এই মন্তব্য করেছিলেন, সেই প্রতিক্রিয়াই পাচ্ছেন। তাই অভিনেত্রী লিখেছেন, “দেখুন, এই কৌতুকশিল্পী জানতেন এই মন্তব্যের ফলাফল কী হবে। এই প্রতিক্রিয়া পাওয়ার জন্যই মন্তব্য করেছিলেন। ইনি নিজের মতামত তো পরিবর্তন করবেন না! কিন্তু খারাপ লাগছে,এই কৌতুকশিল্পীকেও মানুষ সমর্থন করছেন। যে ধরনের সংস্কৃতিকে আশকারা দেওয়া হচ্ছে, তা অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে এই ধরনের মানসিকতা।”

Advertisement

সাত বছর ধরে নেটপ্রভাবী হিসেবে পরিচিত কুশা। তিনি সমাজমাধ্যমে লেখেন, “এই সাত বছরে আমি বার বার এটা দেখেছি। মহিলা শিল্পীরা যাই করুন এমন নিম্ন মানসিকতার বিরুদ্ধে, এই সব হতেই থাকবে। তাই এর একমাত্র সমাধান হল সরব হওয়া।” সব শেষে কুশার প্রশ্ন, “আমার একটাই ভয়, এরা বাস্তবে মহিলাদের সঙ্গে কী আচরণ করে থাকেন?”

কবিরাজের মন্তব্যের বিরুদ্ধে উর্ফী জাভেদও সরব হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement