‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে কেন বাদ পড়েছিলেন অনুশ্রী দাস? ছবি: সংগৃহীত।
অভিনত্রী অনুশ্রী দাসকে শেষ বার দর্শক দেখেছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। তার পর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। তাঁকে দেখা যাচ্ছে না অনেক দিন হল। এখন তিনি কোথায়? কী করছেন? সকলের মনেই এক প্রশ্ন। অনেকের মনে প্রশ্ন, তবে কি অভিনেত্রীও ছোটপর্দায় অভিনয় না করার সিদ্ধান্ত নিলেন?
ইদানীং অনেক অভিনেত্রীই আর ছোটপর্দায় অভিনয় করতে চাইছেন না। কেউ কেউ সটান নিজের বিরক্তি প্রকাশ করেছেন। সম্প্রতি দেবযানী চট্টোপাধ্যায় জানিয়েছেন, ধারাবাহিক থেকে আর তাঁর নতুন কিছু পাওয়ার নেই। তাই আর অভিনয় করবেন না ছোটপর্দায়। অনুশ্রীর ক্ষেত্রেও কি তাই হয়েছে? অভিনেত্রী জানিয়েছেন, একেবারেই তা নয়।
অনুশ্রী বলেন, “প্রথম দিকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে প্রায় একমাস আমায় কোনও ডেট দেওয়া হয়নি। চিত্রনাট্য অনুযায়ী হয়তো তখন প্রয়োজন ছিল না। এ বার প্রায় দেড়মাস পরে একটা ফোন আসে রাতে। দুর্ভাগ্যবশত তখন আমি ফোনের কাছে ছিলাম না। পরের দিন যখন ফোন করি। তখন জানতে পারি, অন্য শিল্পীকে নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, তার জন্য আমার কোনও ক্ষোভ নেই।”
উল্লেখ্য, এই মুহূর্তে অনুশ্রীর সময় কাটছে গাছের পরিচর্যা করে। ঘুরতে যেতে ভালবাসেন। সেই পরিকল্পনা করছেন। সম্প্রতি,একটি ওয়েব সিরিজ়ের আলোচনাও চলছিল। এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে এখনই পর্দায় দেখা যাবে না তাঁকে। আশা করা যায়, ২০২৬ সালে নতুন কিছু শুরু করবেন অভিনেত্রী।