Aparajita As Devi Durga In A Film

ঘাম হচ্ছে, সারা শরীরে অদ্ভুত অস্বস্তি! ‘দুর্গা’ হতে গিয়ে অসুস্থ অপরাজিতা আঢ্য, তার পর?

“মেয়েদের প্রতি দিন অন্দরে, নিজের লোকের সঙ্গে লড়তে হয়। যাঁরা ভীরু, স্বার্থপর, তাঁরাই আত্মহত্যা করেন। না হলে মুখ বুজে সহ্য করেন।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৯:২৭
Share:

অপরাজিতা আঢ্যর সঙ্গে কী হয়েছিল? ছবি: সংগৃহীত।

এ বছর অদ্ভুত অভিজ্ঞতা হল অপরাজিতা আঢ্যর। এত বছরের অভিনয়জীবনে শুটিং করতে গিয়ে প্রথম অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি! “মাথায়, মুখে জল দিয়ে বেশ কিছু ক্ষণ চুপ করে বসেছিলাম। তার পর ধীরে ধীরে সুস্থ হই”, বললেন আনন্দবাজার ডট কম-কে।

Advertisement

অসুস্থতার কারণও চমকপ্রদ। সন্দীপ সাথীর আগামী ছবি ‘দুর্গা’তে তিনিই কেন্দ্রীয় চরিত্র। “এক নারীর দশভূজা হয়ে ওঠার পিছনে যে কত ব্যথা লুকিয়ে থাকে, অভিনয় করতে গিয়ে টের পেয়েছি। সেই অনুভূতি এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে অসুস্থ হয়ে পড়ি। বুকের মধ্যে ভীষণ আলোড়ন উঠেছিল”, বলছিলেন অপরাজিতা। ছবির প্রথম ঝলক সদ্য প্রকাশ্যে। তিনি চপার হাতে খুন করছেন!

‘দুর্গা’ অপরাজিতা আঢ্য। ছবি: সংগৃহীত।

একজন নারী কতটা অত্যাচার সহ্য করার পর এ রকম মরিয়া হয়ে ওঠেন? আপনারও কি কোনও দিন সহ্যের বাঁধ ভেঙেছিল?

Advertisement

অপরাজিতার বক্তব্য, “অভিনয় করতে করতে ঠিক এই কথা আমিও ভেবেছি। ঘরের সমস্ত খুঁটিনাটিতে একজন মেয়েকেই প্রয়োজন। আবার প্রতিটি কাজে তাঁরই খুঁত ধরতে ব্যস্ত সকলে। সন্তান ভাল হলে সে পরিবারের। খারাপ হলে মায়ের দোষ! মেয়েদের প্রতি দিন অন্দরে, নিজের লোকের সঙ্গে লড়তে হয়। যাঁরা ভীরু, স্বার্থপর, তাঁরাই আত্মহত্যা করেন। না হলে মুখ বুজে সহ্য করেন।” তিনি নিজে দেখেছেন, ‘দুর্গা’ হয়ে উঠতে খুব কম মেয়েই পারেন। নিজেকে নিয়ে তার পরেই অকপট স্বীকারোক্তি, “আমার পরিবার, আমার প্রিয়জনদের নিয়ে কেউ কিছু বললে আমি তখন ভীষণ খারাপ। পরিবারকে বাঁচাতে সব করতে পারি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement