Bhumi Pednekar

‘৬ বছরের শিশুও নিরাপদ নয়, জাগো ভারত’, দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভূমি পেডনেকর

পথকুকুরদের শাস্তি দেওয়ার কড়া নিয়ম রয়েছে। অথচ মানুষের হাত থেকে শিশুদের বাঁচানোর কোনও উপায় নেই? এ সব প্রসঙ্গ তুলে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২১:১১
Share:

ক্ষোভ উগরে দিলেন ভূমি ! ছবি: সংগৃহীত।

দেশের অবস্থা নিয়ে চিন্তিত ভূমি পেডনেকর। প্রশ্ন তুললেন শিশুদের নিরাপত্তা নিয়ে। পথকুকুরদের শাস্তি দেওয়ার কড়া নিয়ম রয়েছে। অথচ মানুষের হাত থেকে শিশুদের বাঁচানোর কোনও উপায় নেই? এ সব প্রসঙ্গ তুলে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি দিল্লিতে এক ছয় বছরের শিশুকে গণধর্ষণের কাণ্ড নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অভিনেত্রী। গত ১৮ জানুয়ারির ঘটনায় অভিযুক্ত তিনজন নাবালক। তিনজনের বয়স ১০, ১৩, ও ১৪। ঘটনাটি ঘটে উত্তরপূর্ব দিল্লির ভজনপুর এলাকায়। অভিযুক্ত দুই বালককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তৃতীয় বালকটি পরিবারসমেত ফেরার বলে জানা গিয়েছে। ভূমি ঘটনার একটি প্রতিবেদন ভাগ করে নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন।

শিশুদের বিরুদ্ধে বার বার হওয়া অপরাধে সমাজের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভূমি। তিনি লিখেছেন, “এ সব কী হচ্ছে? আমরা বার বার ব্যর্থ হচ্ছি। কারণ এই দানবগুলো ভাবে ওরা যৌন হিংসার পরেও পার পেয়ে যাবে। কারণ, আমরা ওদের মধ্যে ভয় তৈরিই করতে পারিনি এখনও।” নাবালকেরা পর্যন্ত এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়ছে এবং এমন নৃশংসতায় পা দিতে তারা দু’বার ভাবছে না। এই দেখেও স্তম্ভিত ভূমি। তাই অভিনেত্রীর কথায়, “এরা কী পরিবেশে বড় হচ্ছে, তা একবার কল্পনা করে দেখুন!”

Advertisement

এর পরেই পথকুকুরদের প্রসঙ্গ টেনে আনেন ভূমি। তিনি লেখেন, “আমরা অবোলাদের শাস্তি দিচ্ছি। কুকুরেরা কত ভয়ঙ্কর হতে পারে, সেটাকেই বড় করে দেখাচ্ছি। কিন্তু একটা ৬ বছরের শিশু রাস্তায় নিরাপদ নয়। আসলে কোনও শিশুই নয়। এই ঘটনায় তো অভিযুক্তেরা নিজেরাও নির্যাতিতদের মধ্যেই পড়ে।” এই পরিস্থিতি দেখে দেশকে জেগে ওঠার কথা বলেছেন ভূমি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement