Debchandrima Singharoy

সায়ন্ত মোদক অতীত! প্রেমে পড়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা? নায়িকার নতুন ছবি ঘিরে তুমুল আলোচনা

অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়ের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। সায়ন্ত মোদকের সঙ্গে প্রেমপর্বের পর অভিনেত্রীর জীবনে নাকি বসন্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৯:২৬
Share:

দেবচন্দ্রিমার ভ্রমণসঙ্গী কে? ছবি: সংগৃহীত।

নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। সম্প্রতি প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। তার পর থেকে তাঁকে নিয়ে আলোচনা গভীর হয়। যদিও সায়ন্তের সঙ্গে প্রেম ভাঙার পর থেকে নিজের প্রেম বা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আর কোনও কথা বলেননি অভিনেত্রী। এর মাঝে কলকাতা ছেড়ে মুম্বইয়ে বেশ কিছু কাজ করে ফেলেছেন দেবচন্দ্রিমা। কাজের পাশাপাশি তাঁর ভাল লাগার জায়গা হল দেশ হোক বা বিদেশ, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। সম্প্রতি বিমানবন্দর থেকে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। দেবচন্দ্রিমার এমনই একটি ছবি ঘিরে আবার আলোচনা তুঙ্গে। বিমানবন্দরের দাঁড়িয়ে নিজের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে স্পষ্ট লিখেছেন, ঘুরতে যাচ্ছেন। তার পরের ছবি জল্পনা আরও উস্কে দিয়েছে।

Advertisement

সেই ছবিতে দেখা যাচ্ছে, হাতে পাসপোর্ট আর বোর্ডিং পাস। ছবিতে তাঁর হাতের পাশে দেখা গিয়েছে আরও এক জনের হাত। যা দেখে অনেকেরই ধারণা, দেবচন্দ্রিমার জীবনে আবারও বসন্ত। জীবনে নাকি এসেছে নতুন মানুষ। তাঁদের ছবি যেন সেই আভাসই দেয়। তবে নায়িকার জীবনে নতুন মানুষটি কে তা অবশ্য জানা যায়নি। তাঁর পরিচয় এখনও খোলসা করেননি দেবচন্দ্রিমা।

কোথায় চললে দেবচন্দ্রিমা। ছবি: সংগৃহীত।

গত মার্চে কৃত্রিম মেধার তৈরি করা ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। সাধারণ মানুষ থেকে তারকা সকলেই গা ভাসিয়েছিলেন এই নয়া ট্রেন্ডে। বাদ পড়েননি দেবচন্দ্রিমাও। তিনি নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন। তার মধ্যেই একটি ছবিতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছেন যুগলে। মেয়েটি তাকিয়ে আছে ছেলেটির দিকে। আর একটি ছবিতে দুই পোষ্যকে নিয়ে ছেলেটি শুয়ে রয়েছে বিছানায়। সব ক’টি ছবি যে হেতু ‘অ্যানিমেটেড’, সে কারণেই মুখের আকার বোঝা সম্ভব নয়। সেই কারণেই খানিক নিশ্চিন্ত তিনি! দেবচন্দ্রিমা ছবিগুলি পোস্ট করে লেখেন, ‘‘আমাদের মনের কথা প্রকাশ্যে আনতে জিবলি না বুঝেই সাহায্য করল।’’ এই ছবি প্রকাশ্যে আসতেই দেবচন্দ্রিমার জীবনের এই মানুষটিকে নিয়ে শুরু হয়েছে ফিসফাস। দেবচন্দ্রিমা মনের মানুষকে প্রকাশ্যে এনেও রাখলেন আড়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement