Devlina Kumar

‘ওজন বৃদ্ধি আমার কাছে আতঙ্কের বিষয়’, রাস ছবির জন্য কী খেয়ে মোটা হয়েছিলেন দেবলীনা?

এক সময় গোলগাল চেহারার দেবলীনা কুমার এখন মেদ ঝরিয়ে একেবারে ছিপছিপে। তাই ওজন একটু বাড়লেই বেশ চিন্তায় পড়ে যান তিনি। কিন্তু রাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য কী করতে হয়েছিল তাঁকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৭:৪৮
Share:

ওজন বৃদ্ধি করতে কী খেতেন অভিনেত্রী? ছবি: সংগৃহীত।

সাত-আট বছর আগে সাধনা শুরু করেছিলেন তিনি। এক সময় গোলগাল চেহারার দেবলীনা কুমার এখন মেদ ঝরিয়ে একেবারে ছিপছিপে। তাই ওজন একটু বাড়লেই বেশ চিন্তায় পড়ে যান। কিন্তু রাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের কড়া নির্দেশ ছিল একটু হলেও ওজন বাড়াতে হবে। ‘রাস’ ছবিতে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা। চরিত্রের স্বার্থেই ওজন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন তথাগত। সেই অনুযায়ী চার কেজি ওজন বাড়াতে হয়েছিল তাঁকে। সে সময় কেমন খাওয়াদাওয়া করতেন অভিনেত্রী?

Advertisement

প্রতি দিন শরীরচর্চার অভ্যাস তাঁর। ‘রাস’ ছবির শুটিংয়ের সময় বিশেষ কোনও ধরনের শরীরচর্চা করতেন কি তিনি? এ প্রসঙ্গে দেবলীনা বললেন, “ওজন বাড়ানো আমার কাছে আতঙ্কের বিষয়। অনেক সাধনা করে এই শরীর ধরে রাখি আমি। তাই প্রথমে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম আমি।”

শরীর ছিপছিপে থাকলে আত্মবিশ্বাস বাড়ে তাঁর। তিনি বললেন “সাত-আট বছর আগে আমার চেহারা যা ছিল, তা অনেক বদলে গিয়েছে। এটা অনেক সাধনার ফল। কিন্তু রাই চরিত্রটা এত লোভনীয় ছিল যে অন্য কিছু ভাবিনি। খাওয়া-দাওয়ায় খুব বেশি পরিবর্তন আনিনি। কারণ আমি সব খাই। কিন্তু শরীরচর্চার নিয়ম পাল্টেছিলাম। যা কাজ দিয়েছিল।” তবে, এই ওজন বাড়ানোর প্রক্রিয়া চলাকালে এক বার ওজন কমেও গিয়েছিল। তা নিয়ে বকুনিও খেয়েছিলেন দেবলীনা। শরীরচর্চা না করলে তাঁর মন ভাল থাকে না। তবে খাওয়া-দাওয়া প্রায় সবই করেন। রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করেন। এই মুহূর্তে খুব বেশি কাজ করছেন না দেবলীনা। ‘রক্তবীজ ২’–এর ডাবিং বাকি। নভেম্বরে সম্ভবত নতুন ছবির কাজ শুরু করবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement