Entertainment News

মাকে নিয়ে আজ ভাবছি কফি খেতে যাব

ঠিক যে ভাবে নিজের জন্মদিনটা আমার কাছে স্পেশ্যাল, তেমনই এই দিনগুলোও স্পেশ্যাল। সে মাদার্স ডে হোক বা ফাদার্স ডে। গিফট পেতে কার না ভাল লাগে বলুন? মা-রাও তো ব্যতিক্রম নয়।

Advertisement

দেবলীনা কুমার

শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০০:০৩
Share:

আমার মা ক্যাফেতে যেতে খুব ভালবাসে, বললেন অভিনেত্রী। ছবি: ফেসবুকের সৌজন্যে।

মাদার্স ডে আমার কাছে খুব স্পেশ্যাল একটা দিন। অনেকেই হয়তো বলবেন, আলাদা করে এ সব ‘ডে’ সেলিব্রেট করার কোনও দরকার নেই। আমি কিন্তু তা মনে করি না। আসলে এই দিনগুলোই তো প্রতিদিনের রুটিন থেকে নিজেকে বা নিজের প্রিয়জনকে একটু স্পেশ্যাল ফিল করানোর দিন।

Advertisement

ঠিক যে ভাবে নিজের জন্মদিনটা আমার কাছে স্পেশ্যাল, তেমনই এই দিনগুলোও স্পেশ্যাল। সে মাদার্স ডে হোক বা ফাদার্স ডে। গিফট পেতে কার না ভাল লাগে বলুন? মা-রাও তো ব্যতিক্রম নয়।

আমার মা ক্যাফেতে যেতে খুব ভালবাসে। কফি খুব প্রিয়। তা ছাড়া একটু অন্য রকমের খাবার ট্রাই করতে খুব পছন্দ করে। আমার বা়ড়ির কাছেই একটা নতুন ক্যাফে হয়েছে। সেখানে মা আগেও গিয়েছে। তবে আমার সঙ্গে যায়নি। আজ ভাবছি, মাকে একবার ক্যাফেতে নিয়ে গিয়ে কফি খাওয়াব। এটাই হবে মাদার্স ডে-তে মাকে দেওয়া আমার গিফট।

Advertisement

আরও পড়ুন, বছরের নির্দিষ্ট দিন মাকে ভালবাসা যায় নাকি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement