Registry Marriage Of Dipanwita Rakshit

আংটি বদল, কাগুজে বিয়ে ‘খুকুমণি’র, রকমারি কাবাব-বিরিয়ানিতে ভূরিভোজ করালেন দীপান্বিতা-গৌরব

ছিমছাম আয়োজন। নিজেদের মতো করে সেজেছিলেন। মাত্র ২৪ জনের ঘরোয়া উপস্থিতিতে রেস্তরাঁয় আইনি বিয়ে সারলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ২০:০৫
Share:

আইনি বিয়ে সারলেন দীপান্বিতা রক্ষিত, চিকিৎসক গৌরব দত্ত। ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার ডট কম-কে প্রথম জানিয়েছিলেন, ১৫ ডিসেম্বর আইনি বিয়ে সারবেন। ১৬ ডিসেম্বর প্রকাশ্যে ‘খুকুমণি’ দীপান্বিতা রক্ষিতের আইনি বিয়ের ছবি। “আমি শুটিংয়ে। সঙ্গে আমার বর”, হাসতে হাসতে বললেন অভিনেত্রী।

Advertisement

আংটিবদলের পরে গৌরব-দীপান্বিতা। ছবি: ইনস্টাগ্রাম।

হাল্কা নীলচে আভা ছড়ানো সিক্যুইনের শাড়ি। তুলে বাঁধা খোঁপার নীচে উঁকিঝুঁকি নরম গোলাপি রঙের গোলাপ। মুক্তো আর হিরে বসানো ছিমছাম গয়না। খুব কম রূপটান। দীপান্বিতা স্নিগ্ধ। পাত্র পশুচিকিৎসক গৌরব দত্ত রীতিমতো পাল্লা দিয়ে সেজেছেন অভিনেত্রী স্ত্রীর সঙ্গে। পোশাকে রংমিলন্তি। সজ্জাতেও ঝকঝকে। দুই পরিবারের মোট ২৪ জন উপস্থিত আইনি বিয়েতে। “আংটিবদল করলাম আমরা। তার পর আইনি বিয়ে।”

কাগজে সই করে আইনত স্বামী-স্ত্রী গৌরব-দীপান্বিতা। ছবি: ইনস্টাগ্রাম।

অতিথি আপ্যায়নে কিন্তু ‘খুকুমণি স্পেশ্যাল’ থোড়, মোচার ঘণ্ট, কচুশাক-চিংড়ি ছিল না। “রকমারি কাবাব, বিরিয়ানির মতো মোগলাই খাবার। সঙ্গে মিষ্টিও ছিল। সব খেয়েছি। কিচ্ছু বাদ দিইনি”, হাসতে হাসতে বললেন দীপান্বিতা। তার পরেই অভিনেত্রী শুটিংয়ে! ছুটি নিলেন না? অভিনয় যাঁদের পেশা, তাঁদের জীবন এ রকমই—জানালেন তিনি। তাজপুরে শুটিং চলছে তাঁর নতুন ধারাবাহিক ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর। সঙ্গে রয়েছেন চিকিৎসক স্বামী। আপাতত তিনি মালদায় চিকিৎসাসূত্রে থাকছেন। “ছুটি পেলেই চলে আসছে আমার কাছে। তখন আমরা দু’টিতে জুটিতে”, লাজুক কণ্ঠে দাবি অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement