Irrfan Khan

‘নিঃসন্তান দম্পতি কাঁদতে কাঁদতে ঘনিষ্ঠ হচ্ছেন’, শয্যাদৃশ্যে অভিনয়ের আগে কী হয়েছিল ইরফানের? জানালেন দিব্যা

এই ছবির পরিচালক ছিলেন ডেভিড লিন্‌চের কন্যা জেনিভার লিন্‌চ। তাই ছবির সেটে বিদেশ থেকেও অনেকে এসেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২১:১৬
Share:

দিব্যার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ছিলেন ইরফান! ছবি: সংগৃহীত।

নিঃসন্তান দম্পতি। কাঁদতে কাঁদতে সঙ্গম করছেন তাঁরা। এমন একটি দৃশ্য ছিল ‘হিস্‌’ ছবিতে। অভিনয় করেছিলেন ইরফান খান ও দিব্যা দত্ত। সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঠিক কী অবস্থা হয়েছিল অভিনেতার! প্রকাশ্যে আনলেন দিব্যা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হিস্‌’ ছবি নিয়ে কথা বলেছেন দিব্যা। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে ঘাবড়ে গিয়েছিলেন দিব্যা। ভয় পাচ্ছিলেন। অভিনেত্রী সাক্ষাৎকারে বলেন, “আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু দৃশ্যটা ভীষণ সুন্দর ছিল। নিঃসন্তান দম্পতি কান্নায় ভেঙে পড়েছেন সঙ্গম করতে করতে।”

এই ছবির পরিচালক ছিলেন ডেভিড লিন্‌চের কন্যা জেনিভার লিন্‌চ। তাই ছবির সেটে বিদেশ থেকেও অনেকে এসেছিলেন। এই প্রসঙ্গে দিব্যা বলেন, “সেটের অর্ধেক লোক ছিল বাইরের, অর্ধেক লোক আমাদের টিমের। সবাই দাঁড়িয়েছিলেন। তাই আমার বেশ ভয়ই লাগছিল।” সেই সময়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানোর জন্য বিশেষ পরিচালক অথবা ‘ইন্টিমেসি ডিরেক্টর’-এর চল ছিল না। তাই অভিনেতা-অভিনেত্রীদের বেশ বেগ পেতে হয়েছিল।

Advertisement

সেই দৃশ্যের শুটিং-এর ঠিক আগে দিব্যা খোঁজ করেছিলেন, ইরফান কোথায়? পরিচালক বলেছিলেন, “ও ছাদে বসে আছে। ও তোমার চেয়েও বেশি ভয় পেয়ে রয়েছে।” অবশেষে ভয় কাটিয়ে তাঁরা অভিনয় করেছিলেন।

পরে ২০১৮ সালে ‘ব্ল্যাকমেল’ ছবিতে ফের জুটি বেঁধেছিলেন ইরফান ও দিব্যা। ২০২০ সালে প্রয়াত হন ইরফান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement