Huma Qureshi

অভিনয়ের সুযোগ, না কি যৌনকর্মী! মেয়ে হুমাকে নিয়ে কেন সন্দেহ করেছিলেন অভিনেত্রীর বাবা-মা?

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মহারানি’ ও ‘দিল্লি ক্রাইম’-এ হুমার অভিনয়ে মুগ্ধ দর্শক। এর আগেও বলিউডে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৭:৩৩
Share:

হুমাকে ভুল বুঝেছিলেন বাবা-মা! ছবি: সংগৃহীত।

অভিনয়ের সুযোগ, না কি যৌনকর্মী হওয়ার প্রস্তাব? হুমা কুরেশির বাবা-মায়ের মনে তৈরি হয়েছিল সন্দেহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই পারিবারিক এই বিষয়টি সামনে আনেন হুমা।

Advertisement

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মহারানি’ ও ‘দিল্লি ক্রাইম’-এ হুমার অভিনয়ে মুগ্ধ দর্শক। এর আগেও বলিউডে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু অভিনয়ের প্রথম সুযোগ গ্রহণ করা নাকি মোটেই সহজ ছিল না হুমার কাছে।

মেয়ের কাছে অভিনয়ের প্রস্তাব আসতে পারে, এটা বিশ্বাসই করতে পারেননি হুমার বাবা-মা। তাঁরা ভেবেছিলেন, মেয়েকে হয়তো কোনও খারাপ চক্র যৌনকর্মী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। হুমা বলেছেন, “আমার বাবা-মা বিশ্বাসই করতে চাননি। ওঁরা ভেবেছিলেন, তাঁদের মেয়েকে কেনই বা কেউ ছবিতে নেবে? ওঁরা ভেবেছিলেন, আমাকে নিশ্চয়ই যৌনকর্ম সংক্রান্ত কোনও কাজের প্রস্তাব দেওয়া হয়েছে।”

Advertisement

হুমা জানান, অতীতের কথা ভেবে তিনি এখন অবাক হয়ে যান। তিনি বলেছেন, “এখন আমি পিছন ফিরে তাকাই। ভাবি, আমি নিজের চেষ্টায় কিছু অর্জন করতে পারি, এই ধারণাই ছিল না ওঁদের। অনেক ভাবে ওঁদের বিশ্বাস করাতে হয়েছে। আসলে আমার বাবা-মা এই জগতের নন। তাই এই ইন্ডাস্ট্রির বিষয়ে ওঁরা সেই ভাবে বোঝেন না।”

বলিউডে প্রথম সুযোগ নিয়ে হুমা আরও বলেন, “আমি নির্মাতাদের অফিস গিয়েছিলাম। চিত্রনাট্য পড়ি। পরের দিন আমার স্ক্রিন টেস্ট করা হয় এবং আমি সুযোগটা পাই। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবিটাই আর হয়ে ওঠেনি। তবে এই ছবিতে কাজ করার জন্য বাবা-মাকে রাজি করাতে আমাকে বেগ পেতে হয়েছিল।”

সেই ছবিটি শেষ পর্যন্ত হয়নি। অনুরাগ কাশ্যপের ছবি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ প্রথম দেখা গিয়েছিল হুমাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement