2017 Durga Puja Special

এ বারের পুজো এক্কেবারে অন্য রকম

পুজোর সময় জিন্স-টপেই বেশি কমর্ফটেবল থাকি আমি। তবে শাড়িও পরি। সবটা মিলিয়েই পুজোর ফ্যাশন।

Advertisement

ইশা সাহা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ১৭:৪৬
Share:

এত দিন পুজো এক রকম কাটত। আর এ বার এক্কেবারে অন্য রকম।

Advertisement

পুজোর ঠিক আগেই ২২ সেপ্টেম্বর রিলিজ করছে আমার প্রথম ছবি। ‘প্রজাপতি বিস্কুট’। ফলে পোস্ট রিলিজ প্রোমোশন নিয়ে ব্যস্ত থাকব। হয়তো সারা দিন তাতেই কেটে যাবে। তবে রাতের দিকে সময় বের করে বন্ধুদের সঙ্গে আড্ডা হবে। আসলে অনেক নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। ফলে এখনও পর্যন্ত পুজোর জন্য আলাদা করে কোনও প্ল্যান করতে পারিনি।

আরও পড়ুন, দুর্গার আগেই কার্তিক চলে আসছেন ‘প্রজাপতি বিস্কুট’ নিয়ে

Advertisement

গত বছর পুজোর সময়টা সপ্তমী থেকে দশমী ছুটি পেয়েছিলাম। ছুটি শেষে ফ্লোরে যাওয়ার পর আমার ডিরেক্টর জিজ্ঞেস করেছিলেন, তুই মোটা হয়েছিস? ওই ক’দিন এত খেয়েছিলাম যে ওজন বেড়ে গিয়েছিল আমার। এ বারও তাই হবে। যত ব্যস্ততাই থাক খাওয়াটা ঠিক ম্যানেজ করে নেব। অনেকেই বিশ্বাস করেন না। কিন্তু এটা খুব সত্যি। আমি খেতে ভালবাসি। আর তার পরিমাণটাও খুব একটা কম নয়…। হা হা হা…।

আরও পড়ুন, বান্ধবীদের কথা যদি বলতেই হয়…

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন