Janhvi Kapoor

কান-এ ‘কুনজর’ এড়াতে বিশেষ টোটকা নিয়ে গিয়েছিলেন! কী করেছিলেন জাহ্নবী কপূর?

‘কুনজরে’ ক্ষতি হয়, বিশ্বাস করেন শ্রীদেবী-কন্যা। তাই কান-এ যাওয়ার আগে টোটকার কথা ভুলে যাননি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৯:২৮
Share:

কান-এ জাহ্নবী। ছবি: রয়টার্স।

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছেন জাহ্নবী কপূর। এ বারের কান চলচ্চিত্র উৎসবে ধরা দিয়েছেন বহু তারকাই। কিন্তু জাহ্নবীর মাথায় ঘোমটা দেওয়া সাজ ঘিরে হইহই পড়েছে সমাজমাধ্যমে। তাঁর সাজ নাকি মনে করিয়ে দিয়েছে শ্রীদেবীর কথা। কিন্তু প্রথম বার কান-এর লাল গালিচায় হাঁটার আগে ‘বিশেষ সতর্কতা’ নিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

‘কুনজরে’ বিশ্বাস করেন শ্রীদেবী-কন্যা। তাই কান-এ যাওয়ার আগে ‘কুনজর’ এড়ানোর কথা ভুলে যাননি অভিনেত্রী। তাই ‘টোটকা’ নিয়েই লাল গালিচায় হেঁটেছেন জাহ্নবী। এ দিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তোমালা। কিন্তু তাঁর সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগরা ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। তারই মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ছিল ঘোমটা— যেন একেবার ভারতীয় বধূটি। তবে এর মাঝেও জাহ্নবীর অনুরাগীদের চোখ পড়ে তাঁর হাতের কালো সুতোর দিকে।

‘কুনজর’ এড়াতেই নাকি এই ‘টোটকা’র ব্যবহার করেছেন জাহ্নবী। ‘কুনজর’ এড়াতে অনেকেই পায়ে ও হাতে এ ধরনের কালো সুতো বেঁধে থাকেন। সেই একই কাজ করেছেন জাহ্নবীও। এই বিষয়টিও মনে ধরেছে তাঁর অনুরাগীদের।

Advertisement

২০ মে সন্ধ্যায় নিজের ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লাল গালিচায় দেখা গিয়েছিল জাহ্নবীকে। সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান এবং প্রযোজক কর্ণ জোহরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement