Entertainment News

জাইরার যৌন হেনস্থার ঘটনায় কী বললেন কঙ্গনা?

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে দেশ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক জন অভিনেত্রীর সঙ্গে এমন ভয়ানক ঘটনা নিয়ে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার সমালোচনাও করেছেন অভিনেত্রীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ১৫:৫০
Share:

জাইরার পাশে দাঁড়ালেন কঙ্গনা।

কোনও দিনই নিজের মনের কথা বলতে ভয় পান না কঙ্গনা রানাউত। তা সে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হোক, কিংবা সামাজিক কোনও সমস্যা নিয়ে। এ বার তিনি মুখ খুললেন রাতের বিমানে জাইরা ওয়াসিমের যৌন হেনস্থার ঘটনা নিয়ে।

Advertisement

ঘটনাটি ঘটেছিল গত ৯ ডিসেম্বর। দিল্লি থেকে মুম্বই যাচ্ছিলেন জাইরা। তাঁর অভিযোগ, এক সহযাত্রী তাঁর সফর দুর্বিষহ করে তোলে। বিমান থেকে নেমেই কাঁদতে কাঁদতে ইনস্টাগ্রামে ঘটনাটি জানান তিনি। জাইরা দাবি করেন, তাঁর পিছনের আসনে বসে ক্রমাগত পিছন থেকে পা তুলে দিচ্ছিল অভিযুক্ত। আধঘুমন্ত ছিলেন জাইরা। তাঁর কথায়, ‘‘প্রথমে ভাবলাম খারাপ আবহাওয়ায় ঝাঁকুনি লাগছে। পাঁচ-দশ মিনিট এমন চলল। তত ক্ষণে ঘুম কেটে গিয়েছে। বুঝলাম লোকটা পা দিয়ে আমার কাঁধে ঘষছে। পিঠে-ঘাড়ে পা তুলে দিচ্ছে।’’

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে দেশ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক জন অভিনেত্রীর সঙ্গে এমন ভয়ানক ঘটনা নিয়ে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার সমালোচনাও করেছেন অভিনেত্রীর।

Advertisement

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে কঙ্গনাকে জাইরার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, অভিযোগকারিণীর পাশেই দাঁড়ান কঙ্গনা। তিনি বলেন, ‘‘…জাইরাকে এই ঘটনার পর যে ভাবে আক্রমণ করা হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভয়াবহ অভিজ্ঞতা জানানোর জন্য যেখানে তাঁকে সহযোগিতা করা উচিত, সেখানে উল্টে তাঁকেই প্রশ্ন করা হচ্ছে।’’

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান?সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

কঙ্গনার দাবি, ‘‘যদি আমি না বলি, অন্য কেউ বলবেন। …সব সময়েই অপশন থাকে চুপ করে থাকার, কিন্তু আমি সেটা করব না…।’’

আরও পড়ুন, বিমানে নিগৃহীত দঙ্গল-কন্যা জাইরা ওয়াসিম

আরও পড়ুন, জাইরার গায়ে পা লাগাটা অনিচ্ছাকৃত , দাবি অভিযুক্তের

জাইরার ঘটনা প্রসঙ্গে কঙ্গনা আরও বলেন, ‘‘… আজ ওঁর পাশে দাঁড়ানোর জন্য হয়তো অনেকেই আমার সমালোচনা করবেন। কিন্তু ১০ থেকে ১৪ বছর পর আমার সিদ্ধান্তকে সম্মান দেওয়া হবে।’’

জাইরার ঘটনার পর দিন, রবিবার রাতে মুম্বইয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। জানা যায়, ধৃত বিকাশ সচদেব একটি বিনোদন সংস্থার পদস্থ আধিকারিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement